কলমে: এম এ লতিফ
জীবন আমার দুঃখের নদী
নয় পাহাড়ের স্বচ্ছ পানির ঝর্ণার জল,
সুখগুলো সব পালিয়ে বেড়ায়
দুঃখগুলোই থাকে সচল,
এ কোন খেলা সৃষ্টি লীলা
দুঃখই যেন এ জীবনের সহায় সম্বল!
সারাজীবন বাইলাম আমি দুঃখের তরী
পাইলাম নারে সুখের নদীতে জীবন সচল,
এ কোন খেলা ভাগ্য লীলা
দুঃখই আমার চোখের জল,
নাই বুঝি সুখ কপালে মোর
দুঃখের তরী চোখের জলেই থাকে সচল!
জীবন আমার দুঃখের নদী
কালো মেঘে ভরা জল,
মেঘ আকাশের মেঘগুলো ঝরে গেলেও
ফুরায় না কভু চোখের জল,
এ কোন খেলা ভাগ্য লীলা
দুঃখের জল থাকে সচল,
এই তো আমার জীবন ধারা
ঘূর্ণি ঝড়ের কবলে পড়া,
নয় পাহাড়ের স্বচ্ছ পানির ঝর্ণার জল!