কলমেঃ রোকেয়া ইসলাম
================
জানো, আমি তোমার কবিতা হতে চেয়েছিলাম,
তোমার কবিতার শব্দে, ছন্দে থাকতে চেয়েছিলাম।
তোমার অনুভবে মিশে যেতে চেয়েছিলাম নীরবে,
তোমার কলমের আঁচড়ে বাঁধা হতে চেয়েছিলাম অক্ষরে।
তোমার প্রতিটি শ্বাসে আমি ছড়িয়ে যেতে চেয়েছিলাম,
তোমার হৃদয়ের গভীরে আমার ঠিকানা গড়তে চেয়েছিলাম।
আমি তোমার ছায়া হতে চেয়েছিলাম,
তোমার আলোর পাশে নীরবে দাঁড়াতে চেয়েছিলাম।
তোমার প্রতিটি কবিতার পঙক্তিতে থাকতে চেয়েছিলাম,
তোমার শব্দের ভাঁজে আমি হারিয়ে যেতে চেয়েছিলাম।
তোমার দুঃখের সুরে নিজেকে ক্ষতবিক্ষত করতে চেয়েছিলাম,
তোমার শব্দের আশ্রয়ে চিরকাল বেঁচে থাকতে চেয়েছিলাম।