আবেদন
মুক্ত হাসি হাসবে সবাই
বলবে কথা প্রাণ খুলে,
থাকবে সবাই মিলে মিশে
.....উচু নিচু জাতি ভুলে।
আসবে সবাই, সবার দুখে
চলবে সবাই তাল মিলিয়ে,
করবে কাজ সবাই মিলে
জাতের প্রাচীর নিচে ফেলিয়ে।
মুক্ত আলোর, মুক্ত আধার
দেখবে সবাই নয়ণ ভরে,
মুক্ত আকাশ,মুক্ত বাতাস
আসে যেমন বাংলার তরে।
মুক্ত পাখির মুক্ত শিশে
বইছে যেমন ঋতুর ধারা,
থাকবে সবাই নিজের মতো
বাংলা হক,মুক্ত সিকল ছাড়া।
এই বাংলার মুক্ত মায়ার
মুক্ত ছোয়ায় ভরুক সবার মন,
বাংলা হক স্বাধীন খুশির
খোলা ভান্ডার,এই আবেদন।
হাত সাফায়
এ তলা অ তলা করে
আজ লোক হচ্ছে হয়রানি,
ঘুষের নামে নিচ্ছে টাকা
বলছে এটাই তার সন্মানি।
নিচ তলাতে রয়েছে ছোট বাবুরা
তাই তাদের ডিমান্ড টা সামান্য,
পূরন করিতে হবে চোট্ট চাহিদা
করা যাবেনা তাদেরকে অমান্য।
এ টেবিল হতে ও টেবিলের
সবার চাহিদা পূরনে চলো ছুটে,
উপর তলায় সব বড় বাবুরা
বড় বড় চাহিদাই খাচ্ছে লুটে।
নাই তাদের কুনো শরম-বিবেক
শিক্ষিত হয়েও আজ অজ্ঞ ,
খাতা -কলমে করছে দূরনিতি
মারিতেছে সৎ লোকের ভাগ্য।
গুণগান
খোদা খোদা বলে থাকি
করি শুধু তোমারই ধ্যান,
দিবা-নিশি ডাকি তোমায়
গাই তোমারি গুনগান।
করে থাকি আরাধোনা
তোমার নামে হে রহমান,
কি করে ভুলতে পারি
মোদের করেছ কত দান।
খোদা তুমি যে অন্তর্যামী
রাখো সকলের খোজ,
এই ধরণীর জীব কুলে
রিজিক দেও রোজ।
খোদা তোমার গুণগানে
সকল সৃষ্টি হয় নত,
করি তোমার আরাধনা
সত্যের প্রার্থনা অবিরত।