গ্রাম
সবুজ মেঘের মাঝে থেকে
উকি মেরে হাসে,
সোনাই মোড়া সকল রেখা
চারিদিক টাই ভাসে।
গাছ-গাছালি,পাক-পাকালির
আছে ছায়ায় ঘেরা,
বাতাস বয়ে রুপের গাঁয়ে
আসে কতো সুখের ধারা।
সন্ধ্যা হলেই নানান পাখি
কিচির-মিচির ডাকে,
ভোরের আলো ফোটার কালে
মোরগ জেগে বাঁকে।
দিনের আলোয় উড়িয়ে বেড়ায়
দোয়েল,শালিক,বাবুই তারা,
এদের সাথে তাল মিলিয়ে
ডাকে কুকিল দিশেহারা।
এদিক সেদিক ফুল কলিতে
ভরে যায়, ভোমরেরি ঝাকে,
সকল খুশির ধারা বেয়ে
রাতটি আসে শিয়ালেরি ডাকে।
প্রকৃতির সকল মায়া অঝর ধারায়
রোজ বৃষ্টি হয়ে পরছে ঢলে,
নিলিমার সব পূর্ণতা দিতে
আসছে তেরে গাঁয়েরি কোলে।
আদর্শ
সর্বদা সৎ পথে
রয়েছে চলার গতি,
নম্র ভদ্রতা দেখায়
অন্যের প্রতি ।
বিপদ গামির কাছে
চাবেনা কুনো স্বার্থ,
মানব কল্যানে সে
বিলিয়ে দিবে অর্থ।
রয়েছে তার মাঝে
মানবিকতার অবকাশ,
অন্তরে ন্যায় নিতির ভাব
কর্মের প্রতি পাবে প্রকাশ।