রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

দ্বীপ জেলা ভোলা নিয়ে লেখা পুঁথি ::::::::::দ্বীপ কইন্যা:::::::

Coder Boss
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View

মোঃ আল আমিন (জাবের)

শোনেন শোনেন সুধী, মশাই, বন্ধু, বান্ধব সই……
আমি দ্বীপ কইন্যা ভোলার ছেলে গো তাই দ্বীপের কথা কই…………..

দীঘল কালো কুন্তল আহা, মেঘ বরণ আঁখি
কুসুম রাঙা ললাটে আমার, শুভঙ্করের ফাঁকি।
আমার কথা রাইখা এইবার দ্বীপের কথা কই!
শোনেন শোনেন সুধী, মশাই, বন্ধু-বান্ধব, সই…….

এক যে ছিলো বেতুয়া নদীর মাঝি,
ভোলা গাজী পাটনি তাহার নাম৷
এই পাড়ে ঐ পাড়ে মানুষ করতো পাড়াপাড়৷
রাইতদিন ছিলো তাহার নিত্যদিনের কাম….
যোগীর ঘোলের কাছেই মাঝির আস্তানাডা ছিলো,
তাহার নামেই আমাগো ভোলা, সুধীজনে কয়!!

আরে শোনেন শোনেন সুধী, মশাই, বন্ধু, বান্ধব সই…..
দ্বীপ কইন্যা ভোলার কথা আইজ পরান খুইল্যা কই……

আদি নাম ছিলো তাহার ভোলার – দক্ষিণ শাহাবাজপুর ৷
সবুজ-সোনালী ধানে এখনো মাঠঘাট ভরপুর।
শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যে রাঙা মন্দির-মসজিদ, কতই আছে দালান কোঠা ভাঙা
আরো আছে ঐতিহাসিক কত নিদর্শন!!
আজও যা প্রচ্ছদপটে আঁকা ত্রিভুবন।৷

মহারাজা জয়দেব এর কইন্যা বিদ্যাসুন্দরী ,
আর কমলা রাণীর দীঘির কত কথা,
এ অঞ্চলের লোক সংস্কৃতিতে রইয়াছে গো গাঁথা!!

চিছনিগো তোমরা আমারে?
দ্বীপ কইন্যা ভোলার পোলা মোরে কয়,
পান্তা ভাত আর ইলিশের ঝোলে দিন যে শুরু হয়।
চারিধার নদী ঘেরা, নদীর বুকে ছোট বড় চর..
গরু মহিষ লইয়া রাখাল পার হয় চরাচর……..

সময় কইরা আইয়েন আমনেরা, রইলো নিমন্ত্রণ !!
ভাটির গানের মধুর সুরে সুরে জুরাইয়েন পরান৷
খেজুর গুড়ের রান্ধুম পায়েস,খাইয়েন কইরা আয়েশ,
মহিষের দুধের দই খাইবার যদি চান জলদি কইরা আহেন সকলে৷৷

আরে শোনেন শোনেন সুধী, মশাই, বন্ধু, বান্ধব, সই
দ্বীপ কইন্যা ভোলার কথা আজ সুধীজনরে কই….
মাথার ঘাম পায়ে ফেইলা, কিষাণ-কিষাণী ফসল ফলায় বুইন্না, হেই ফসল হগল দেশের মানুষ দাম দিয়া নেয় কিন্না।

বাউলের গান, রাখালের বাঁশি মোহনীয় এই ধরা
গাছ গাছালীতে পাখির কূজনে হিয়া যে পাগলপারা।
শ্যামা মেয়ের শ্যাম বরণ আঁখি অরণ্য রোদনভরা
কলসি কাঁখে গৃহবধূর জলজ হৃদয় যে আত্মহারা ।।

শোনেন শোনেন সুধী, মশাই, বন্ধু, বান্ধব, সই …….
আমি দ্বীপ কইন্যা ভোলার পোলা গো তাই দ্বীপের কথা কই……….

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দ্বীপ কইন্যা ভোলারই সন্তান
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দিয়াছেগো প্রাণ…..
দৌলতখান থানার হাজীপুর গ্রামে জন্ম এই বীরযোদ্ধার৷
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে বীরের স্মৃতিসৌধ হইয়াছে নির্মাণ………

শোনেন শোনেন সুধী, মশাই, বন্ধু, বান্ধব, সই……..
আরও কতো কথা রইছে জমা আইজ আর নাহি কই….
সময় কইরা কইমুনে আর একদিন, সইন্ধ্যা গেলো যে বইয়া৷
আমি দ্বীপ কইন্যা ভোলার পোলা গো…যাই দ্বীপের কথা কইয়া…..
ভোলা দ্বীপের জন্য আপনারা করিবেন দোয়া৷ সবাই যেনো থাকি সুখে …এটাই বলা৷৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102