বিদ্যে মাগো
=========
বিদ্যায় অধিষ্ঠাতা দেবী
মাগো সরস্বতী
জীবন চলার পথে
তোমায় স্মরণ করি।
আমি হলাম দুরাচার
নাহি কোন আচার বিচার
ভাব ভক্তি নাই কিছু
তাইতো সব চারকার।
লেখাপড়া নাই শুধু
করি ঘোরাঘুরি
পরিক্ষা আসিলে তাই
চিন্তা রোগে মরি।
এটা পড়ব ওটা পড়ব
বই শুধু নাড়ি
হয়না কিছুই পড়া
শুধু করি আড়িজাড়ি।
লেখাপড়ায় করেছি
শুধু অবহেলা
পরিক্ষার সময় তাই
খাই মা -বাবার ঠেলা।
==========
মাগো সরস্বতী
==========
বিদ্যে মাগো সরস্বতী
আমি অতি মুঢ়্মতি
কৃপা করে পাস করে দাও
এবার মাগো সরস্বতী।
বইয়ের পড়া না পড়িয়া
গেলাম শুধু আড্ডা মাইরা
গেইম খেলেছি, ইউটিউব দেখেছি
বাজে সময় নষ্ট করেছি।
তুমি মাগো বিদ্যার দেবী
বিদ্যা তোমার ধন
তুমি না করিলে কৃপা
হবে না বিদ্যা উপার্জন।
সব অপরাধ করো ক্ষমা
বিদ্যে পাবার আশীর্বাদ দাও মা।