স্টাফ রিপোর্টার:
গতকাল শনিবার দেশের শীর্ষ প্রকাশনা ও বিগ বাজেটে সাহিত্য ম্যাগাজিন নব ভাবনার আমজনতা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন অরুন কুমার বিশ্বাস।
কথাসাহিত্যিক; মটিভেশনাল স্পিকার; টেলিভিশন উপস্থাপক, অপরাধ বিশেষজ্ঞ, ও গোয়েন্দা লেখক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যথাক্রমে
ইমরুল ইউসুফ, কবি, কথাকার, ডেপুটি ডিরেক্টর, বাংলা একাডেমি।
রহমান ওয়াহিদ,চীফ এ্যাম্বাসেডর, লেখক ফোরাম নব ভাবনা ও কথাসাহিত্যিক, কলামিস্ট।
Tasaduque Hossain শিক্ষক, ছাড়া সাহিত্যিক ও সাহিত্য সমালোচক। অথই নূরুল আমিন
কবি, প্রাবন্ধিক ও রাজনীতি বিশ্লেষক। উল্লেখযোগ্য আলোচক বৃন্দ যথাক্রমে : অমল শাহ,রম্যকথাকার, নাট্যকার, ও অনুবাদক, নব ভাবনা নির্বাচিত ২০ গল্পের সম্পাদক। মনিরুল ইসলাম শ্রাবণ,কবি, প্রাবন্ধিক ও এ্যাম্বাসেডর জেনারেল, নব ভাবনা লেখক ফোরাম।
কুমার অরবিন্দ,কথাসাহিত্যিক, টেলিভিশন নাট্যকার
সম্পাদক, ডাকপত্র। মোঃ নূরুল হক, কবি ও কথাসাহিত্যিক, নব ভাবনার নিয়মিত পাঠক।
স্বাগত বক্তব্য দেন : ইমরুল কায়েস,সম্পাদক, নব ভাবনা। সভাপতিত্ব করেন : কিবরিয়া লিপন,কবি, প্রাবন্ধিক, সাহিত্য সংগঠক, ও গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ ও নরসিংদী জেলার সমন্বয়ক, নব ভাবনা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ফয়সাল আহমেদ, কবি, বাচিক শিল্পী ও আইটি উদ্যোক্তা। এছাড়াও উপস্থিত ছিলো নব ভাবনা সম্মানিত লেখকগণ ও পাঠককুল। অনুষ্ঠান আয়োজনে :
এইচ এম জাকির হোসাইন,নির্বাহী সম্পাদক।
আলি হোসাইন, সহকারী সম্পাদক। তারিকুল আমিন
সমন্বয়ক কাগজ ঘর। মোঃ বিল্লাল মিয়া, সম্পাদনা সহকারী,নব ভাবনা। ক্যামেরায় : সেলিম খান,লেখক ও স্ক্রিপ্ট রাইটার,উপস্থিত সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন: আবদুল্লাহ ওয়ালিদ, প্রধান সম্পাদক,নব ভাবনা।