কামরুন নেসা লাভলী
আমার কি কাটে প্রহর
সময়ের নোনাজল
ভোরের শিশির ছোঁয়ার
স্পর্শ আর কত —
একাকী বিকেল অস্তগামী
সূর্যের বাঁকে নিঝুম চোখে
কলঙ্কের বেদনা উঁকি দিবে
গোঁধুলী সন্ধ্যায় ঝাউবনে ঝিঁ ঝিঁ
পোকার আমন্ত্রণে মন নিস্তব্ধ
তবুও মাঝে মাঝে হারায় মন
নির্মল বাতাসে দুলছে হিয়া
পাখির নীরে মায়াবী আদরে
কপোত-কপোতী গাইছে
মোহনীয় সুর,
এই সন্ধ্যায় আমি
হারিয়েছি তোমাতে —
ধূপছায়া রাতে
জ্যোস্নার মায়বী আলোয়
কষ্টের আঙিনায় ধুসর
মেঘ হয় আড়াল
ছেঁড়া এই মনের গহীন দহনে
নারী তুমি কি শুধুই
নিরব আলোক বর্তিকা।।