বাংলা মাতৃভাষা
-----------------------
বাংলা আমার ভালোবাসা
বাংলা আমার গর্ব।
বাংলা আমার দুঃখ সুখের
নকশি কাঁথার মর্ম।
এই ভাষা রে মুক্ত করতে
যুদ্ধ করেছে বীর সৈনিকদের দল।
বাংলা আমার মাতৃভাষা
সকল দুঃখ কষ্টের জীবন গাঁথা।
এই বাংলা কে ভালোবেসে
জীবন দিয়েছে বলিদান।
মুখের বুলি বাংলা ভাষা
মুক্ত করেছে রক্ত দিয়ে
শহীদ হয়েছে বীর সন্তানের দল।
এরই নাম বাংলা ভাষা।
-----------------
পথের কাঁটা
-----------------
পথের কাঁটা যায় না সরানোও
দেয় না দেখা চোখে।
বিঁধলে পরে ব্যথা পায় গাঁ
পানি ঝড়ে চোখে।
এই দুনিয়ার মানুষ স্বার্থপর
কয় না কোন কথা
স্বার্থ ছাড়া দেয় কি ধরা?
গায়ে পরে কাঁথা
রঙের এই দুনিয়ায় সব রং চাং
মানুষ চেনা বড় দায়।
স্বার্থের কাছে মানুষ বন্দী।
সকাল বিকাল বদলায়।