নিজস্ব প্রতিবেদক:
বাংলা সাহিত্যকাশের আরও এক নক্ষত্রের পতন! কবিগুরুর ভাষায় বলতে হয়-"এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ,-মরণে তাহাই তুমি করে গেলে দান"। একটি কবিতা যাকে এনে দিয়েছিলো দেশ তথা বিশ্বজুড়ে খ্যাতি!-" যে জলে আগুন জ্বলে"- কাব্যগ্রন্থের কবি ও লেখক, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও সেই বিখ্যাত পঙতির রচয়িতা-"এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়"- শব্দগুলোর কবি ও লেখক, বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত, সাংবাদিক, বিভিন্ন পত্রিকার সম্মানিত সম্পাদক, স্বেচ্ছা নির্বাসিত, চিরকুমার, প্রেম ও দ্রোহের কবি-★কবি হেলাল হাফিজ আর নেই-কবি অদ্য ১৩/১২/২০২৪ ইংরেজি রোজঃ- শুক্রবার, দুপুরে তার নিজ বাসভবনে প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন ও তার স্বজন এবং ভক্তদের শোক সহ্য করার তাওফিক দান করুন।। আমি কবির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।।