কামরুন নেসা লাভলী
আমি নিরন্তর খুজি, তোমায়
আমার ভালবাসা ----
তোমরা কি কেউ দেখেছো তাকে
পথের বাঁকে, গাছের শাখে
কিংবা
শামুক ঝিনুক লুকানো মেলায়
শন শন সেই বাঁশ বাগানে
জুঁই, চামেলী, কাঁঠাল চাঁপায়
কিংবা
শিউলী, বকুল, ঝর্ণা তলায়
লজ্জাবতীর লুকানো ছায়ায়
কিংবা
কৃষকের সেই লাঙ্গল চাষে
লজ্জা রাঙা নব বধুর
ঘোমটার ঐ আড়াল বেশে
কিংবা
উদাসী হাওয়ার দুষ্টমিতে
মেঘ গুড় গুড় শব্দ সাঁঝে
সমুদ্রের অথৈজল তরঙ্গতে
কিংবা
বাবুই নীড়ের শান্তির আলোয়
তোমার কি কেউ দেখেছো তাকে
জ্যোঁস্না ভরা আলোক রাতে ?