সবই তোমার দান
=============
বিদ্যা বুদ্ধি সবই কেবল
তুমি করো দান,
সত্য লোকের কষ্ট বেশী
রাখো তুমি মান।
লিখতে চাইলে যায় না লেখা
নাহি যদি চাও,
আবার তুমি চাইলে কিন্তু
ডাঙায় চলে নাও।
তোমার ইচ্ছে ছাড়া কভু
কেহ কারো নয়,
তোমার ইচ্ছে থাকলে আবার
সবই সম্ভব হয়।
তুমি চাইলে বাদশা থেকে
ফকির হয়ে যায়,
কেহ আবার সারাদিনে
একবেলাও না খায়।
তোমার দয়ায় সবাই আমায়
কবি নামটা পাই,
আঁধারে ও কালো তে ও
তোমায় পাশে চাই।
ধোঁকার ভয় নেই
============
যদিও আমি প্রেম করি না
বুঝি যে তাঁর মূল্য,
মা-বাবা ভাই এদের ছাড়াও
স্বজন প্রেমের তুল্য।
এক কথা তো বলতে গেলে
সবাই প্রেমের সাথী,
এঁদের নিয়ে সদাই মোরা
জ্বালাই জীবন বাতি।
ছ্যাকা তো ভাই খায় রে সবাই
সকাল দুপুর সাঝে,
প্রেমিক প্রেমিকা নয় তাঁরা
বরং আপন সাজে।
প্রেম তো করি লেখার সাথে
আরও কলম সাথে,
সময় পেলে যখন তখন
হোক না দিনে রাতে।
আমার প্রেমিক কোনোদিনও
দিবে না’কো ধোঁকা,
তাঁহার সমেত ভালো থাকবো
হলেও আমি বোকা।
রাখবো ভাষার মান
==============
বাংলা আমার মায়ের ভাষা
জারি সারি গান,
ভাষার জন্য জীবন দিলো
অগণিত প্রাণ।
ফেব্রুয়ারী মানেই হলো
বাংলা ভাষার মাস,
তারই জন্য ফেলছি এবার
বাংলাদেশে শ্বাস।
লাল সবুজের পতাকা আজ
বাঙালিদের জান,
জীবন দিয়ে রক্ষা করবো
এই পতাকার মান।
গানের মধ্যে অধিক ভালো
ভাটিয়ালীর সুর,
পাগল পারা নজর কাড়া
যায় ভেসে যায় দূর।
ভুলবো না’কো আর কোনোদিন
শহীদ ভাইদের ঋণ,
সুরে সুরে ভেজে ওঠবে
বাঁশের বাঁশির বীণ।