শীতকাল
---------------
শীত মানে আলতো রৌদে
চাদর মুড়ি দেওয়া।
শীত মানে পৌষ পার্বন
পাতা ঝরা বেলা।
শীত মানে প্রচুর ঠান্ডা
কন কনিয়ে কাঁপা।
শীত মানে অলসতা,
আগুন পয়াতে মজা।
রাত্রি নামে তাড়াতাড়ি
সকাল উঠতে দেরি।
শীত মানে নলেন গুড় আর
খেজুর গুড়ের হাড়ি।
শীত মানে খেজুর রস
চুরি করে খেতে মজা।
শীত মানে সূর্যি মামা
মুখটি দেয় ঢাকা।।
কৃষকেরা ধান কাটে পায় খুজে সুখ।
রাখালের বাশির সুরে ভরিয়ে তুলে বুক।
চারি দিকে ধান খেত পাকা গন্ধে ভরা
কি দারুন প্রকৃতি আমাদের এই ধরা।।
শীতের সকালের দৃশ্য দেখতে তুমি চাও
গ্রামে এসে তুমি একবার দেখে যাও।।
----------------------
এসো হই কারিগর
----------------------
এই আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ।
এই দেশেতে অদক্ষ্য জনবল, বেকারের নেই শেষ।
উন্নয়নের বাঁধা হয়ে, সবাইকে জানাতে চাই
এসো হই কারিগর,দেশকে কমাবো ঋনের বোঝা।।
জনসংখ্যা ভারে, বেকার বোঝা ঘাড়েঁ
কর্মমুখি শিক্ষা দিয়ে, গড়তে হবে দেশ তারে
কারিগরি শিক্ষা ছাড়া গতিহীন এ সমাজের
এসো হয় কারিগর, দেশকে কমাবো ঋনের বোঝা।।
শুধু কাগজে নয়, দেহকে করতে হবে ক্ষয়
বুদ্ধি জ্ঞান বিবেক দিয়ে কররে হবে বিশ্ব জয়।
সোনার বাংলা গড়তে হলে, উদ্যোগ নিতে হবে সকলে
এসো হই কারিগর, দেশকে কমাবো ঋনের বোঝা।
কাঁধে কাঁধ মিলিয়ে কর্মধারা বাড়িয়ে,
মনবল করো শক্ত
দেশে আনবো অর্থ,থাকবে না বেকারত্ব।
ঋনের বোঝা কমবে তখন, দেশ হবে উন্নয়ত....