লেখক: দেবিকা রানী হালদার।
নতুন বছর, ২০২৫ এর শপথ হোক সত্যের পথে থাকা, দুর্বল, সংখ্যা লঘূ, এতিম অনাথ, নারী শিশু, কাউকে না বকা! রোজ কিছু না কিছু শেখা!
বিশ্বের কত কি বিস্ময়কর সৃষ্টি আছে সেই সৃষ্টি কর্তার, আমরা তার কতটুকু জানি, প্রকৃতির লীলাখেলা কতটুকু মানি? তবু আহাম্মক মানুষ জাতি আমরা, কত গর্ব অহংকার যেন আমরাই সৃষ্টি কর্তার একটু উপর! বিজ্ঞানের আশীর্বাদে মানুষ অনেক কিছু আবিস্কার করেছে কিন্তু সেটা সৃষ্টি রহস্যের বিন্দু মাত্র, আজও আমরা কি জানি কেন —
কলম্বিয়া একটা নদী আছে তার রং পরিবর্তন হয়? জলের রং কখনও সবুজ তো কখনও নীল কখনও হলুদ আবার কখন ও রক্ত লাল!
আমাজন রেইনফরেস্টে একটা নদী আছে তার জল সব সময় ৯০° উষ্ণ থাকে, জলে নামলেই আপনি ঝলসে সিদ্ধ হয়ে যাবেন!
প্রশান্ত মহাসাগরে এক জাতির মানুষ আছে তাদের কোন দেশ নাই! জলের ভিতর ছোট ছোট ঘর করে বসবাস, রান্না খাওয়া সন্তান জন্ম লালন-পালন মরে গেলে লাশ জলে ভাসায় দেয়া, মাছ ধরে খাওয়া, স্থলে বসবাস রত লোকদের মাছের বিনিময়ে চাল-ডাল কাঠ লাকড়ি নেয়া! কূলে উঠলে পুলিশের ধাওয়া! তারা ভগবানের লীলায় বা অভ্যাসের কারণে জলের গভীরে যেতে পারে এবং ২০ মিনিট শ্বাস না নিয়ে থাকতে পারে!
আমাজনের হ্রদ গুলোতে একধরনের শাপলা সদৃশ্য জলজ উদ্ভিত জন্মে যাকে আমাজান লিলি বলা হয়। তার পাতা গুলো আমাদের পরিচিত শাপলা বা পদ্ম পাতার মতো ! কিন্তু আশ্চর্য রকম বড়! যার উপর ৬৯/৭০ কেজি দিলে-ও ডুবে যাবে না!
আমাজন লিলির বৈশিষ্ট্য হচ্ছে এর ফুলের জীবন দুইদিন। একদিন ফুলটা পুরুষ দ্বিতীয় দিন স্ত্রী পরাগায়ন! ইংল্যান্ডের নারীর নামে আবিষ্কারকরা নাম দিয়েছেন “ভিক্টোরিয়া ওয়াটার লিলি!”
নতুন দিনে নতুন বিষয় নিয়ে প্রবন্ধ লিখলাম।
শুভ নববর্ষ।