কলমেঃ মোঃ মিলন হক
মানুষের মতো ভয়ংকর নরপশু এই পৃথিবীতে নেই!একজন মানুষের সামান্যতম দুর্বলতা পেলে,
তার জীবন টা বিষিয়ে তোলে এবং ধ্বংস করে দেয়! আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে। মানুষ সৃষ্টি জগতের
সেরা মাখলুকাত না হয়ে, হয়েছে শ্রেষ্ঠ নরপশু!
পৃথিবীতে মানুষের আবির্ভাবের পর থেকে এই পৃথিবীটা বিভিন্ন ভাবে বিষিয়ে তুলেছে।
মানুষের মাঝে সব সময় নানান দ্বন্দ্ব লেগেই আছে। এই দ্বন্দ্বের যে কবে অবসান হবে!
একজন মানুষ আরেকজন মানুষের সাথে বিভিন্ন ভাবে সঙ্ঘাতে জড়িত। কখনো নিজের পরিবারের মধ্যে আবার কখনো অন্যের পরিবারের মধ্যে এসবের কোন ইত্তা নেই।
প্রেমিক নামের মুখোশধারী দুর্বৃত্ত শয়তানদের
তো এই সমাজে হিসেব নেই!
চোর বাড়িতে চুরি করলে,অন্তত পক্ষে বাড়িতে কোনো না কোনো কিছু থাকে। মানুষের মন চুরি করলে,কোন কিছু থাকে না! চোর চুরি করার পরও, যদি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ; তবুও ছাই হয়ে কিছু থাকে। মানুষের মন চুরি করলে, কোন কিছু থাকে না। সব কিছু ধূসর মরুভূমির মতোই বিরান! চোরের চুরির খবর পাড়ায় জানা জানি হয়। মন চুরি করলে,যার মন হারাইছে সেও জানে না!
মন চোরের পাল্লায় পড়ে সহজ সরল মেয়ে বা বিবাহিতা নারীরা। এই সব সহজ সরল মেয়ে, মহিলাদের প্রেম, ভালোবাসার ফাঁদে ফেলায়। নিজেদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করে।
এই সব ভন্ড প্রেমিকদের ফাঁদে পড়ে কত বোন জীবন যে দিল! কত শিশু যে তার জন্মধাতৃ মা হরালো।
``পৃথিবীতে কারো দুর্বলতার সুযোগ ব্যবহার
করা মানে, তার বিশুদ্ধতম আবেগ নিয়ে খেলা করা।``
নারীরা কি শুধুই শয়তান ভন্ড প্রেমিকদের যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য ভোগ্যপণ্য! এই সব ভন্ড নামের তথাকথিত প্রেমিকদের জন্য প্রেম ভালোবাসায় মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে।
``প্রেম হলো একটি সুন্দর এবং স্বর্গীয় অনুভূতি। প্রেম মানুষকে একজন মানুষ থেকে আরেক জন মানুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে, তাদেরকে একত্রিত করে এবং জীবনকে অর্থবহ করে তোলে। সমস্ত ধ্যান ধারণা দুজন দুজনকে ঘিরে।`` ` ভালোবাসা হলো দুটি মনের বিশুদ্ধতম আবেগের, অনুভূতির সংমিশ্রণ।`
প্রেম, ভালোবাসায় যে প্রেমিক বা প্রেমিকা পরিস্থিতির দোহাই বা পরিবার মেনে নিবে না।
এই সব বলে ছেড়ে পালিয়ে যায়।
এরা পৃথিবীতে আর যায় হোক কোন দিন প্রেমিক বা প্রেমিকা হওয়ার মতো যোগ্যতা রাখে না!
একজন প্রেমিক,প্রেমিকা আর যায় করুক কখনো পরিস্থিতির, পরিবার মেনে নিবে না, এখনো প্রতিষ্ঠিত হতে পারি নি বা তুমি আমার পরিবারের যোগ্য না এসব কথা বলে না।
এই পৃথিবীতে সব মানুষ কোন নানা কোন ভাবে কারো প্রেমে পড়েছে। জীবনে একবার হলেও হাজারো আনরোমান্টিক মানুষ প্রেমে পড়েছে।
প্রেম করার জন্য প্রেমিক সবাই পায়। কিন্তু একজন প্রেমিকের ভিতরে যে `মানুষ টা / আমিত্ব ` টা আছে, এটা সবাই পায় না বলেই আজকে নারীরা বাধ্য হয়ে আত্মহত্যা করে।
ভিতরে মানুষটাকে যে দিন আবিষ্কার করতে পারবে সেদিন কোন নারী কে আত্মহত্যা করতে হবে না।
কারো রূপ দেখে তার প্রেমে না পড়ে,তার ভিতরে মানুষটার প্রেমে পড়লে,জীবন হয়ে উঠবে সুন্দর।
সহস্র গুণ দুঃখের মাঝেও; হাজার বছর বাঁচার ইচ্ছে করবে।
নারী নামের প্রেমিকাদের উদ্দেশ্যে বলা, আপনারা কারো যোগ্যতা দেখে তাকে প্রাধান্য না দিয়ে, যদি তার ভিতরের মানুষটা কে আবিষ্কার করে জীবনে প্রাধান্য দেন তাহলে কখনোই অসুখী হবেন না। কখনই নরপশুদের হাতে বলির শিকার হতে হবে না।
আপনার যতই যোগ্যতা থাকুক। আপনি যখন একজনের যোগ্যতা দেখে সঙ্গ দিবেন তখন আপনার যোগ্যতা তার কাছে থাকবে না।
কারো যোগ্যতা দেখে প্রেম,ভালোবাসা হয় না।
একজন পুরুষ মানুষ যখন আপনাকে, ভালোবাসে তখন তার জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসে। অনেকেই আছেন আপনাদের তুলনায় যোগ্যতা কম বা দেখতে যদি একটু কুচ্ছিত বা সামান্য সমস্যা মনে হয়,তাহলে পাত্তা দেন না। ঐ পুরুষ যখন আপনার পেছনে ছায়ার মতো লেগে থাকে, একটা সময় ঠিক পাত্তা দেন।
যখন আপনি তাকে পাত্তা দেন তখন আপনার প্রতি তার ভালোবাসা মরে যায়। আপনার প্রতি তার পশুত্ব জাগ্রত হয়।
কারণ আপনার পেছনে ছায়ার মতো থাকতে, গিয়ে তার অনেক কিছু হারিয়ে গেছে। বিশেষ করে জীবনের মূল্যবান সময়। যেখানে এই ব্যস্ততম পৃথিবীতে মানুষের এক মুহুর্ত সময় নেই! আপনার জন্য বছরের পর বছর শেষ। একারণে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনাকে ফেলে পালিয়ে যায় নতুবা আপনাকে মেরে দেয়।
আপনার কাছে রিলেশনের সময় হয় এক মাস কিন্তু তার কাছে একবছর!
কারোর ভিক্ষা করা পয়সা না হয়ে।
যদি ট্রিট দেওয়া পয়সা হতে পারেন।
তাহলে সারাজীবন সুখে থাকবেন।
একজন ভিক্ষুক কার কাছে সারাদিন কত পয়সা ভিক্ষা করে উপার্জন করলো সেটা মনে রাখে না। কিন্তু একজন ব্যক্তি কে, কে কোন দিন এবং কখন ট্রিট দিয়েছে তার সব কিছুর হিসেব রাখে।
তাই প্রেমিক নামের নরপশুদের হাতে বলি হওয়ার থেকে কারো নিঃস্ব জীবনের ট্রিট হন।
অনেক উপকারে আসবে।