কবি কামাল মাহমুদ জয়
===============
প্রেম বোঝে না কালা ধলা,
রঙের কি আছে কিছু মানা?
হৃদয় শুধু হৃদয় খোঁজে,
চাহে না রঙের কোন ঠিকানা।
সাদা-কালো, লাল-নীল,
রঙের ভেদাভেদ কি প্রেমে মিলে?
দেখে না সে বাহিরের ছবি,
মনের গভীরে সুরে বাঁধে প্রীতি।
প্রেমের কাছে সবাই সমান,
কালো চুল, বা ধলো গায়ের টান।
চোখে চোখে কথা হয়ে যায়,
বর্ণের ভেদাভেদ মিলিয়ে যায়।
তাই প্রেমের ভাষা একটাই সবার,
যেখানে রঙের বাঁধা থাকে না আর।
মনের সুরে বাঁধা থাকে বন্ধন,
প্রেমের কাছে সবই শুধু আপন।