শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে উন্মোচিত হলো কবি অজয় রায়ের লেখা দুটি বই

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ Time View

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:

অমর একুশে বইমেলায় কবি লেখক ও ছড়াকার অজয় রায় এর ‘ফুল ফাগুনের মেলা’ ও ‘ডাহুক পাখি ডাকে’ দুটি বই প্রকাশিত হয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে বইদুটি উন্মোচিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি লেখক গবেষক সাহিত্যিক ও সম্পাদক বহুগ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী। তিনি কবি লেখক ও ছড়াকার অজয় রায়-কে সাথে নিয়ে চমৎকার বইদুটোর মোড়ক উন্মোচন করেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকজন কবি লেখক গবেষক সাহিত্যিক অধ্যাপক সম্পাদক গ্রন্থ উন্মোচন মঞ্চে উপস্থিত ছিলেন।

এ সময় আমন্ত্রিত অতিথি মাহমুদুল হাসান নিজামী বইদুটোর বিষয়বস্তু সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং বইদুটি থেকে একটি করে কবিতা পাঠ করেন। তিনি বলেন কিশোর-কিশোরীদের নিয়ে রচিত সম্পূর্ণ রঙিন ও চমৎকার বিষয়াবলী গ্রামবাংলার প্রকৃতি, হাওর,নদী,ফুল,পাখি,মাছ,দেশপ্রেম,সমাজচিত্র,ভাষা, স্বাধীনতা,ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতির বিষয় সন্নিবেশিত বইদুটির গুণগত মান,অলংকরণ,ছন্দ ও অন্ত্যমিলের ব্যবহার জুড়ে দেয়ায় ফুটে উঠেছে কবিতার অন্তর্নিহিত বিষয়বস্তু।
তিনি আরো বলেন, বইদুটি পাঠে কিশোর-কিশোরীসহ সব বয়সি পাঠকের ভালো লাগবে।

স্বনামধন্য প্রকাশনী সিলেটের গাঙুড় প্রকাশন থেকে বইদুটি প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বাংলাদেশের বরেণ্য প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।

অজয় রায় সুনামগঞ্জ জেলার হাওরবেষ্টিত মধ্যনগর উপজেলার বাসিন্দা ও পেশায় সরকারি চাকুরীজীবি। তিনি শিক্ষকতা পেশায় নিজের দক্ষতার ছাপ রাখায় ২০২৩ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় পেয়েছেন প্রাথমিক শিক্ষা পদক। তিনি উপজেলা জেলা বিভাগ ও আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশগ্রহণ করে নিজের মেধা মনন ও প্রজ্ঞার ছাপ রেখেছেন। এছাড়াও নানা সাহিত্য পদকেও ভূষিত হয়েছেন।
তাঁর রচিত হাওরকন্যা,পাহাড়ি ঢল,ফিরে এলো না, ভাষার মাসে ফাগুন আসে,আমিও অন্যগ্রহের কেউ নই
বইগুলো পাঠকের কাছে যথেষ্ট সমাদৃত হয়েছে।

এ বছর তার আরো দুটিবই ‘ফুল ফাগুনের মেলা’ ও ‘ডাহুক পাখি ডাকে’ প্রকাশিত হলো।
প্রকাশের পর বইদুটির রচয়িতা কবি ও লেখক অজয় রায় এর কাছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ বইদুটি সম্পর্কে জানতে চাইলে তিনি বইদুটোর বিষয়বস্তু সম্পর্কে তুলে ধরেন।

উল্লেখ্য,লেখক অজয় রায় বইমেলায় দেশ টিভির লাইভ প্রোগ্রাম ফাগুনের মলাট,চ্যানেল আই এর বইমেলায় সরাসরি,ডিবিসি টিভির বইমেলা থেকে এবং বিডিসি বঙ্গ নিউজ বইমেলা লাইভ প্রোগ্রামে প্রকাশিত বইদুটির বিষয়বস্তু সম্পর্কে কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102