বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

বিশ্বনাথের প্রবীণ কবি ও সংগঠক মিজানুর রহমান মিজান এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ Time View

ভুলিবে সে কেমনে
=============

ভুলিবে সে কেমনে, অহরহ রয়েছে নিষ্পেষণে
বার বার হয়েছে পিষ্ট।।
সর্বাঙ্গে নির্যাতনের চিহ্ন, ছিল নাতো কভু ভিন্ন
চেয়েছ করতে ছিন্নভিন্ন, মুখ বুজে রাখছে দৃষ্ট।।
অধিকার করে হরণ, আঘাতের পর আঘাত সর্বক্ষণ
দৃশ্য অদৃশ্য যখন তখন, এ ও কি অদৃষ্ট।।
মরতে দেয় না, বাঁচতে মানে না
সর্বত্র রাখছ নিশানা, ব্যথায় দেহ কৃষ্ট।।
ফন্দি আঁট অপমানের, যেথা সেথা বলিদানের
মিথ্যা দিয়ে সত্য ঢাকনের, বিদ্যমান আছে লিষ্ট।।

——————-
নি:শ্বাস ছাড়ে
——————-
হিংসা করে, জ্বলে মরে
আগুনে পোড়ে,
মনে ভাবে, নৌকা টপকাবে
হাবুডুবু খায় জলে পড়ে।।
ভাবনা করে, কর্ম ছেড়ে
খোজে নিত্য আঁধারে,
পদে পদে হেরে, লজ্জা শরমে না মরে
ভাসতে আশা চিৎকারে।।
লাজ-লজ্জা ইমানের অঙ্গ, মিথ্যায় ডুবেছে সর্বাঙ্গ
সাঁতরিয়ে উঠতে চায় কিনারে,
এক সত্য গোপনে, শত সত্য বিসর্জনে
ভরা নৌকা ডুবে অকুল পাথারে।।
উড়তে চায় আকাশ পানে, ভুলে যায় নাই ডানা সনে
আছাড় খেয়ে ধরায় বুকের পাজরে,
ডাঙ্গায় পড়ে মাছ, করে শুধু নাচ
অযথা ছটফটিয়ে নি:শ্বাস ছাড়ে।।

————-
ফুল বনে
————-
ফুল বনে, আসে জনে
নানান রঙ্গে।।
কেউবা আসে, নিতে শুষে
মৌবনে মধু ভাঙ্গে।।
কার আসা, ফুলের ভরসা
সান্নিধ্য অঙ্গে।।
মধু পানে, উল্লাসিত প্রাণে
যাবে মেলা ভঙ্গে।।
পিপাসিত প্রাণ, শীতল সুঘ্রাণ
সুশোভিত ঢঙ্গে।।
মিলন মেলায়, প্রাণের চেতনায়
একে অন্যের সঙ্গে।।
কত কোলাকোলি, মধুর খেলায় অলি
বিভোর বিপুলতা মাঙ্গে।।

——————-
ভুলের মাশুল
——————-

আল্লাহ কাদির গণি, কান পাতিলে নামের ধ্বনি
সকল সৃষ্টি জপে শুনি।।
যে দিকে চক্ষু যায়, জীবজন্তু লতা পাতায়
সকলই নিয়ামত গুণগায়, অপূর্ব বিচিত্র ধারায় রয়েছে প্রকাশনী।।
এলাম যে কি কারনে, দু’দিনের নাইওরী সেজে ভুবনে
কথা কি আর করি কি এখানে, রং বাজারে ভুলের খেয়ে চুবানী।।
যা করেছি ভুল করেছি, ক্ষমা ছাড়া নিরুপায় আছি
পকেট শুন্য কেমনে বাঁচি, ফাসি ছাড়া পথ না দেখি একটুখানি।।
দয়ার সাগর রহিম রহমান, নগন্যকে কর দান
সব ভুলের মাশুল অবসান, শেষ ভরসা ক্ষমার ভিক্ষা জানি।

——————–
স্রষ্টার ভাবনায়
——————–
নিয়মনীতি মুখের ভাষায়
ছলনা চোখের পাতায়
সামনে আপন পিছনে অন্যের গুণগায়।।
নিজের বেলা সুখ চেয়ে
অন্যের ক্ষেত্রে চুপটি রয়ে
স্বার্থসিদ্ধি মন মাঝে ছলা কলায়।।
অন্ধ ছোবলে সমাজে বিষ ছড়ায়
ফুল বাগানে নীতি কথার খৈ ফুটায়
মন বনে নিত্য পশুত্ব ছড়ায়।।
ভাল মন্দ না ভেবে মন্দ তানে অন্ধ
হরেক রকম মেলা বসায় করে শুধু দ্বন্ধ
শোকেতে হয়ে পাথর আকাশ পানে চায়।।
সত্য থেকে নিরব পথে লক্ষ্য নিয়ে বুকে
ধরে যাব সত্য পথ স্বপ্ন ছবি এঁকে
অস্থায়ীত্বের এ জগতে থাকব স্রষ্টার ভাবনায়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102