কলমেঃ গাজী জিয়াউর রহমান
হঠাৎ সেদিন আমার জীবনে
বিষাদের ছাঁয়া নামে,
পাঁচ বছরের প্রেম তুমি বল
বেচলে কিসের দামে?
জোছনার আলো সাক্ষী রেখে যে
বলেছিলে তুমি মোরে,
আগ্নেয়গিরি পাড়ি দিতে পারো
আমার হাতটি ধরে।
দূর্গম পথে হাটাও সহজ
তোমাকে ভুলার চেয়ে,
এতটা সহজে ছেড়ে গেলে তুমি
বল কি এমন পেয়ে!
ভালোবাসা তবে হেরেছে কি আজ
তুচ্ছ স্বার্থ কাছে,
ভালোবাসনি গো হয়তো কখনো
সবই ছিলোরে মিছে।
তাইতো যে আমি ছেড়া পালে ভাসি
সুখের দোলায় তুমি,
গাঢ় আঁধারেতে আমি ডুবি মরি
সুখে ভরে তব ভূমি।