কলমেঃ আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট
=============
স্মৃতি গুলো এলোমেলো
সাজিয়ে নিতে স্বপ্ন গুলো স্মৃতি
সন্ধাকাশে নামবে যখন..
তোমার রনতরী রাতের আধাঁর
জোসঁনা তোমায় বলবে চুপিচুপি
বৃষ্টি ভেজা কবিতা
আমি বড়ই ভালোবাসি!
রোদের ঝলক ঝলকানিতে
তোমার কালো কেশ
লাগলে হাওয়া উড়বে চিলেকোঠা
প্রেমের বাতাস গহীন হৃদয়
গুনগুনিয়ে গাইবে সু-মধুর
সে যে মধুর কন্ঠস্বর
চন্দ্রতাঁরা পাগলপরা
গাইবে সারেগামা!
স্মৃতি গুলো এলোমেলো
সাজিয়ে নিতে ঝড়বে ধুলো
স্বপ্ন নিয়ে বাঁচো
বৃষ্টির রোদ পড়বে তোমার টোলে
চাঁদেরমত মুখচ্ছবি
ভাসবে আকাশ পানে।
মনের মতো কাব্য তখন
স্মৃতিপাতায় এলে
স্বপ্ন লিখে গল্প নিয়ে বাঁচো
কাব্যরসে ভিজিয়ে
হৃদয় গহীন কোণে
কবিতা তখন বৃষ্টিতে
প্রেম ভিজতে ভালোবাসে।