মুসলিমা আক্তার
একটি বার কবিতা যদি বুঝতে!
বুঝতে, কিভাবে তোমায় লালন করি আমি।
একটি বার এ রাস্তায় যদি হাটতে
দেখতে তোমার পায়ের নিচে
পায়ের পরশ নিচ্ছি এই আমিই।
একটি বারও কি চেয়ে দেখেছো-
কি রঙে সেজেছি আমি?
তুমি যে রং বেশ কয়েকবার পড়েছো।
একটি বার সেদিন যদি ছুয়ে দিতে
আমি হয়তো পাগল পারায়-
আজ আর কবিতা লেখা হতো না।
একটি বার যদি বলতে -
তুমি ও জায়গা রেখেছো
না হোক আমার মতো
একটু খানি -
কিভাবে যে বোঝাই তোমায়
সে ছিলো আমার শেষ চাওয়া।
একটি বার পরগ করেছো
কতো আকুতি তোমায় দেখার,
চোখের পলকের আকর্ষণ গুলো
যদি মাপতে পারতাম
হয়তো একটু বোঝানো যেত।বোঝা নো যেত সত্যি সত্যিই
তোমাকে কতো চাই।
একটি বার যদি রাতের সুন্দর
স্বপ্ন গুলোকে প্রশ্ন করা যেত?
বুঝতে -
স্বপ্নের জন্মই বোধহয় তোমার জন্য।
ভালোবাসি ভালোবাসা ভালোথাকা সে তোমারি জন্য।
একটি ভোর যদি তোমায় ছাড়া
অতিবাহিত হতো
আমি বুঝতে পারতাম
একদিন ভুলেও যাব তোমায়।
কিন্তু না এসবের কোনটাই
পারিনি।
পারিনি -
একটি ভোর,সকাল,দুপুর,বিকেল, রাত, গভীর রাত
কোনটাই যেন আমার নয়
সবকিছুতেই শুধু তুমি তুমি আর তুমিই।
তাই বুঝতে পারছি
তোমাকে আমি ভীষণ ভাবে ছুয়ে দিতে চাই,
চাই আরেকটু কাছে পেতে
চাই আরেকটু সময় পাশে থাকার।