কলমে: ইয়াশমিন ইসলাম নুর
দুই হাজার চব্বিশ
আসিলো কোটা আন্দোলন,
ষোলো জুলাই শহীদ হলেন আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র।
শহীদ হলেন দীপ্ত দে,মীর মুগ্ধ, মোঃ ওয়াসিম আকরুম,তাহমিদ তামিম আরও অনেকে।
হলো সংস্কার,
হলো মেধাবীর জয়
পাইলো বাংলাদেশ স্বাধীনতা
হায়! মাথা হাত এ কি স্বাধীন দেশের নমুনা -
দুই দিন পরে তোফাজ্জলের মতো মানুষের
ডাল, ভাত,পানির বদলে জীবন।
মারার বা ছিল যদি এমনে কেনে মারলি অমানুষের দল।
মারাবি যদি খাইয়ে কেন মারলি।
কি মেধাবীদের পরিচয়,
তাই বলি, শিক্ষিত হওয়ার চেয়ে
সুশিক্ষিত হওয়া বেশি প্রয়োজন।
মেধাবীর চেয়ে মানুষ হওয়া বেশি প্রয়োজন।
তুফাজ্জলের ভাগ্যে এমন ভাবে বিদায় লেখা ছিল বুঝি?
আহারে জীবন, আহারে!
এখানে কে প্রকৃত মানুষ ছিলো.?
যারা নিজের হাতে আইন তুলে নিছিলো তারা নাকি সে.!? অত্র জাতির কাছে প্রশ্ন?