কামরুন নেসা – লাভলী
==============
সেই-তো তুমি এলে
বড় দেরী করে
বলো, ভালবাসার দিনে
ভালবাসার লগ্ন ফুরিয়ে গেলে
তোমাকে আর কতটুকু
ভালবাসা দিতে পারি
কি থাকে আর তোমাকে
দেবার —
আমার মত করে কে আর
বলো ?
তোমায় এত সযতনে লালন করেছে
আমার ভালবাসা
সেই -তো তুমি এলে
বড় দেরী করে
ভালবাসার লগ্ন ফুরিয়ে গেলে
তোমায় আর কতটুকু ভালবাসা
দিতে পারি বলো–
কি আর থাকে তোমাকে দেবার?
ভালবাসা আমার —
চৈত্রের খরতাপে পুরিয়েছি মন
শুধু তোমাকে ভালবাসা
দিব বলে
বৈশাখীর তান্ডব ঝড়ে নিজেকে
ভিজিয়েছি শুধু তোমাকে
ভালবাসা দেবার আশায়,
বসন্ত এসে চলে গেছে
রাধা আর কৃষ্ণ চূড়ায়
ফুটন্ত ফুলে নিজেকে
সিঞ্চন করেছি,
শুধু তোমার ভালবাসা
পাবার নেশায়–
বকুল আর বৈচী ফুলের
সমারোহে গেঁথেছি মালা
শুধু তোমাকে
ভালবেসে পড়াবো বলে
সে মালা আজ শুকিয়ে গেছে
তোমার ভালবাসা না পেয়ে।
সেই তো তুমি এলে
বড় দেরী করে।
বলো – ভালবাসার লগ্ন যদি
ফুরালো প্রিয় ?
তোমাকে আর কতটুকু ভালবাসা
দিতে পারি,
কি আর থাকে তোমাকে —
দেবার ?