কলমে: মেহেদী হাসান
ফুলের রাণী গোলাপ। ভালোবাসার প্রতীক গোলাপ। সারা পৃথিবীতে সবচেয়ে পরিচিত ফুল বোধহয় গোলাপ। গোলাপের প্রায় ১৫০ রকমের জাত পাওয়া যায়। যার অনেকগুলি বাংলাদেশে চাষ হয়। জাতভেদে গোলাপের রং হয় ভিন্ন ভিন্ন। যেমন : লাল, সাদা, গোলাপী, হলুদ, কালো ইত্যাদি।
বাণিজ্যিকভাবে সারা বছর গোলাপ চাষ হলেও গোলাপ শীতকালের প্রধাণ ফুল। বেশী উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে গোলাপ গাছ ভালো হয়না। সাধারণত ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গোলাপ গাছের জন্য ভালো। গোলাপ গাছ সাধারণত বীজ, কাটিং, গুটি কলম ও চোখ কলমের মাধ্যমে বংশবিস্তার করে থাকে৷ তবে গোলাপের টব খোলা ও আলো-বাতাসপূ্র্ণ জায়গায় রাখা জরুরি। গোলাপের জন্য অন্তত ৬-৮ ঘন্টা রোদ প্রয়োজন। গোলাপ চাষের জন্য এঁটেল মাটি উপযুক্ত নয়। পানি না জমে এমন উর্বর দোআঁশ মাটিতে গোলাপের চাষ ভালো হয়। সেইসাথে খেয়াল রাখতে হবে যেনো টবের আকার গোলাপের জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সাধারণত ছোটো জাতের জন্য ৮ ইঞ্চি ও বড় জাতের জন্য ১২ ইঞ্চি টব ব্যবহার ভালো।