কলমেঃ রওশন রোজী
হৃদয়ের রংদিয়ে এঁকো আমায়
রেখো না কোন কালো মেঘের ছায়া।
ঠোঁটে এঁকে দিও ঝরনার ফোয়ারার হাসি
যা দেখে সবার মনে আসবে উচ্ছ্বাসের মুচকি হাসি।
গালে এঁকে দিও তিলক চিহ্ন
খোঁপায় দিয়ে দিও বেলী ফুলের মালা।
কুঞ্জে কুঞ্জে ফুল ফুটিয়ে রেখে দিও আমায়
আকাশের ঝলমল করে জ্বলে উঠা তারা ওদের মাঝে রেখো।
কুৎসিত কোন রং এ এঁকো না
মনের মাধুরী মিশিয়ে রাঙিয়ে দিও।
অন্ধকার কুঠুরিতে আটকে রেখো না
নির্মল স্নিগ্ধ বাতাসে উড়তে দিও।
ভালোবাসার হৃদয়ের স্পন্দনে স্পন্দনে
স্পর্শের ছোঁয়ায় এঁকে দিও।
হৃদয়ের আঙ্গিনায় বেঁধে রেখো
আবীরে আবীরে আলিঙ্গনে ঢেকে দিও আমায়
ভালোবাসার রঙিন ছোঁয়ায়।