কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
জীবন মানে কি যৌনতার মোহে সংসারে প্রবেশ
বিয়ে নামক মন্ত্রের ফাঁদে আটকে, যৌনতার আবেশ?
নারীকে বানানো রাধুনি আর বাচ্চা পয়দার কারখানা
নারী ও চুল আঁচড়ায়, লিপস্টিক মেখে রাতে, বার-বার দেখে আয়না!
সংসার মানে কি নিয়ম করে স্ত্রীর ব্লাউজের হুক খোলা
আকর্ষণ এজন্য কমে, ভোগে – উপভোগে জীবন বোধে, ফারাক মেলা!
ম্যাচিং করে শাড়ী পাঞ্জাবী পরে, লেকের পারে অতিথি পাখী দেখতে কি চান
কোনোএক রেস্টুরেন্টে যেয়ে রাতের খাবার কভু খান ?
পতি পরমেশ্বর নীল ছবির কামুক মরদ নাকি প্রিয়জন
মরদের বীর্য স্খলনের পর নারীর বোধ হওয়া উচিত তখন!
ক্লান্ত-শ্রান্ত দলিত মথিত সহধর্মিণী চুলে বিলি কাটেন
না-কি, উল্টো ফিরে নাক ডেকে হন, নিদ্রায় অচেতন !
আর্থিক সচ্ছলতা থাকলে কাঠমুন্ডু ব্যাংকক বালি ঘোরার প্রস্তাব দেন
না-কি হেঁশেল বিছানা সন্তান পালন বুয়ার কাজ’ও সেরে নেন?
পাহাড়ি ঝর্ণা, ফুল পাখি, নদীর কলতান উপভোগে ডাকেন কভু
না-কি, প্রজনন অঙ্গ মাপেন যেন রক্ষিতার সাথে এক প্রভু?
প্রেম-ভালোবাসা বিয়ে সংসার সাথে, দেহ টাও প্রয়োজন
ভোগের আগেও পরে থাকতে হয় প্রণয় পরশ আয়োজন!
সত্যি ভালোবাসা চোখে চোখ রেখে লজ্জায় চোখ ঢেকে মৃত্যু
ধ্বংস স্তুপের ভিতর বার-বার স্বর্ন খোজায় একঘেয়েমি এসে হয় প্রেমের অপমৃত্যু!
অদ্ভুত সম্পর্ক, নারীর প্রজনন অঙ্গ যতবার মাপে পুরুষ গভীরতা
মাপার প্রয়োজন বোধ করে না, উরের মিলিমিটার নিচে হৃদয়ে নারীর কত ব্যথা!