সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)
গত ৫ই আগষ্ট স্বৈরাচারী সরকারকে পতন করতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহত ও শহীদদের পরিবারের সদস্য গণের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে, শনিবার ৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের, অফিস কক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ অলিদুজ্জান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,শহীদ আয়াতুল্লাহ'র পিতা হাজ্বী মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আঃ হামিদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, গণ-অভ্যুত্থানের গুলিবিদ্ধ আহত মোঃ অপি মিয়া, বিএনপি নেতা মোঃ মোশাহিদ তালুকদার, হেফাজতে ইসলামের মধ্যনগর উপজেলার ধর্মবিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, মধ্যনগর উপজেলা বৈষম্য বিরোধী সমন্বয়ক মোঃ ফজলে রাব্বি, যুবদল নেতা এম এ শহিদ, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ রাজেল মিয়া, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের জামায়াত ইসলাম সভাপতি মোঃ আলী হোসেন, মধ্যনগর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি মোঃ আতিক ফারুকী, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরণ তালুকদার,গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাশ সরকার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই ও
আগস্টের গণ-অভ্যুত্থানের ছাত্র জনতার আনদোলনের ২০২৪ এর স্বাধীন বাংলাদেশের বৈষম্য বিরোধী দূরীকরণের ধারাবাহিকতা বজায় রেখে, মধ্যনগর উপজেলার শহীদ আয়াতুল্লাহ স্মরণে উব্দাখালী নদীর সেতুর নাম, আয়াতুল্লাহ নামে নামকরণ করতে হবে। এবং বঙ্গবন্ধু চত্বরের নাম মুছে দেওয়া হয়েছে, তাই এখানে শহীদ আবু সায়েদ চত্বর নামকরণ করা হবে। পরিশেষে শহীদ আয়াতুল্লাহ'র বাবা হাজ্বী মোঃ সিরাজুল ইসলামকে ও গুলিবিদ্ধ গুরুতর আহত মোঃ অপি মিয়াকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ অলিদুজ্জান।