জগৎ
_____
সময় অদৃষ্টের গোলকধাঁধা
জানিনা তা কিরুপ,
জানতে গিয়ে বাধলো জট
হলোনা তা নিরুপ।
বাঁচার আশায় রুদ্ধদ্বার
হলাম নিজে বন্দি,
ঘরের ভিতর জটের আড়ৎ
কপাল কর্মে সন্ধি।
বেচেঁ আছি এইটাই বেশ
মলছে সবাই কান,
জগৎ মাঝে স্বার্থের নিগুঢ়
সবাই খোঁজে যান।
আপন সবাই এই ধরাতে
থাকলে তলইতে ধান,
নিঃস্ব হলে জুটবে ললাটে
বঞ্চনা আর অপমান।
ঘরে বাহিরে সবখানে আজ
করছে ধাওয়া ভুল,
অধিক যাত্রায় গলদ পথে
হারিয়েছি সব কুল।
সময় কঠিন সঠিক পথের
ধরতে হবে রথ,
ভাঙ্গতে হবে ভুলের গোলক
সিদ্ধান্তে সৎ পথ।
________
নারী ধ্বনি
________
নারী সমার্থক ধ্বনি সমাহার
জননী জায়ার বাহার,
অক্ষে অব্দে শাব্দিক ভিন্নতা
চিত্তে সম্মানের আধার।
নারী অঙ্গনা মানবী কামিনী
সমার্থক সব শব্দ এমন,
শব্দগত ভিন্নতা থাকলেও
অর্থে এক অভিন্ন তন।
মহিলাও নারী মেয়ে রমণী
স্ত্রী লোক অবলা ললনা
মেয়েমানুষ মেয়েছেলে যোষিৎ
যোষিতা আওরত জেনানা।
প্রতীপদর্শিনী যোষা প্রমদা
শর্বরী বনিতা ভামিনী
বালা একই অর্থের সমাহার
বামা রামা জনি।