স্বার্থ
-----
হারিয়ে গেছে শৈশব স্মৃতি
ব্যাস্ত জীবনের ভীড়ে,
আপন জনের অটুট বন্ধন
লুপ্ত হয়েছে নীড়ে।
আপন স্বজন যায়না চেনা
মুখাভিনয়ের মুখোশ,
অধিক পেয়েও হবেনা তৃপ্ত
ফিরবে না কভু হুশ।
ছাড়িয়ে যাওয়ার নেশা মনে
হতে হবে আজ বড়,
স্বার্থ যজ্ঞের যোগ বিয়োগে
ছিন্ন মাত্রায় মর।
বড় হওয়ার লোভ অহংকারে
নিজেকে হারায়ে আজ,
যন্ত্রের মত ঘুর্নায়মান জীবন
নিঃসঙ্গ জীবনের রাজ।
আমিত্বে হারিয়েছি মধুর স্মৃতি
মিলেমিশে থাকার স্বাদ,
স্বার্থ দ্বন্দ্বের সর্বগ্রাসী কৌশলে
জীবন করেছি বরবাদ।
_______
কোরবানি
________
স্রষ্টা প্রেমের অটুট বন্ধন
কোরবানির'ই মূল,
জগৎ মোহ ছিন্ন করো
ধরো সত্য কূল।
স্রষ্টার প্রয়োজন নেই পশু
নেই'তো রক্ত কণা,
স্রষ্টা দেখেন বিনয়ে তুষ্ট
সমর্পণ দীপ্ত মনা।
ত্যাগ আনন্দে সাম্য বাণী
কোরবানি'র সমন,
স্রষ্টার আদেশ বান্দার ত্যাগ
ঈমানের নিদর্শন।
করো তুমি কোরবানি মন
তোমায় প্রিয় ধন,
কোরবানি হলো মনের শক্তি
পশুত্বের বিসর্জন।