ইসলাম
______
ইসলাম নয় নাম উপনাম
ঐশী জীবন বিধান,
ইসলাম নিয়ে ষড়যন্ত্র শত
যুগে যুগে বহমান।
ইসলাম নিয়ে কেন গাত্রদাহ
ওরে নামধারী মুসলমান,
আল কোরআনের ছত্রেছত্রে
ইসলাম পূর্ণ বিধান।
ইসলাম কারো নয় সম্পত্তি
ইসলাম শ্বাশত সার্বজনীন,
ইসলামে তোর অন্তর পুড়ে
ওরে কাপুরুষ শয়তান।
দ্বীনের পথে যতনে বদনে
ইসলাম শাশ্বত পয়গাম,
ঈমান ওয়ালা নয় একেলা
আমরা সবাই ইসলাম।
নাম লেবাশের লৌকিকতায়
মিলবেনা কভু জান্নাত,
ইসলাম যদি আঁকড়ে ধরো
মিলবে জগতে রাহমাত।
জগতে তুমি ধরবে না'কি!
ছাড়বে সকল লাজ,
ইসলাম জগতে শাশ্বত রবে
রুখতে পারবেনা স্বরাজ।
_________
নতুন আলো
_________
জীর্ণতা গ্লানির অতীত ঘুচে
হৃদয় ভুলানো গানে,
তিমির ডিঙিয়ে উদিত শুভ্র
সৃষ্টির অমোঘ ঘ্রাণে।
পুরা বিদায়ে নতুনের সুচনা
তবুও ব্যথাতুর মন,
নববর্ষ বরণে চিরন্তন মননে
হোক শুভ'র আগমন।
ব্যর্থতার গ্লানি ঘুচিবে জানি
উদিত রবির আলো,
আগত অব্দে জাগ্রত ভোরে
নতুন আশার আলো।
সম্ভাবনার দ্বারে নতুন শপথ
সত্যে সাজানো ভোর,
জাগ্রত হোক সুপ্ত দেশপ্রেম
হৃদয়ে বাজুক সুর।