হিসাব
------
জন্ম প্রাণের শুরু নয়
শেষের সঠিক মাত্রা,
মরণ কভু সমাপ্তি নয়
শুরুর পথের যাত্রা।
জগৎ প্রকৃত ঠিকানা নয়
কঠিন পরীক্ষার হল,
প্রস্তুতি কি সঠিক হলো
একটু ভেবে বল।
আসা যাওয়ার স্বীকারোক্তি
যদি না হয় এক,
পরকালে কি হবে তোর
একটু ভেবে দেখ।
জগতে প্রাণ ক্ষণিক সন্ধান
আসল বাড়ী পরকাল,
সত্য সঠিক নিলয় যাত্রায়
হঠাও সকল জঞ্জাল।
আসা যাওয়ার ঐ মিছিলে
পথ ভুলনা তুমি,
আপন হিসাব মিলাও যদি
রাখবে জগৎ চুমি।
----
বাবা
----
বাবা তোমায় হয়নি বলা
আমার শেষ কথা,
বলার আগেই গেলে তুমি
জগৎ অফুরন্ত ব্যথা।
বাবা তব বিরহ অনুভবে
হৃদয়ে ভীষণ ব্যথা,
দূর আকাশের তারা তুমি
ভুলেছ আমার কথা।
কতদিন, কতরাত হয়নি দেখা
হয়নি'কো আলাপন
আমার স্বরণে স্মৃতির গহীনে
করেছি তোমায় অংকন।
বাবা তোমায় চোখের মায়ায়
হয়নি দেখা অনেকদিন,
বাবা বলে পারিনা ডাকতে
হৃদয়ে ব্যথা সারাক্ষণ।
আপনার সাথে কাটানো মুহূর্ত
মনের গহীনে অমলিন,
বাবা তুমি হারালে অজানায়?
জীবন হয়েছে আলোহীন।