দুঃখ রেখেছি জমা
===========
বহুদিন ধরে দেখি না তোমাকে
হাওয়ায় ভাসো বুঝি;
সুধাকর প্রেম শ্যামলতার বাঁশি
প্রেমালাপ পাঠে খুঁজি।
নিঃসঙ্গ পথ ব্যথাতুর চোখ
শূন্যতার সুর প্রাণে
ক্ষত বিক্ষত আড়ালে হারায়
কল্প লোকের গানে।
নূপুর ধ্বনি গাছের কাছে
শরতে দিয়েছে ধরা!
হতাশা রোদন নদীর তীরে
কাঙাল ঢেউয়ে পড়া।
স্বপ্ন পাখা মেলেছে পেখম
আঙুলের ছোঁয়া ভুলে;
তারাদের শরীর খুব ক্লান্ত
ঘুম ভাঙে সন্ধ্যা ফুলে।
মায়াবী মেঘ সোনালী ঋণে
কানে কানে বলে কথা,
ঋতুর যতিতে বেড়েছে স্বর
কমেনি নীরবতা।
অপ্রাপ্তিতে ভেসেছি সুখে
দুঃখ রেখেছি জমা;
বেদনাপাঠে স্রোতের ঢেউ
করিনি তা তর্জমা।
চাওয়া পাওয়া তো অনেক ছিল
পেয়েছি শুধু জ্বালা,
বাকহীন আজ ছুঁয়েছে মন
সাজিয়ে ফুলের ডালা।
উপহাস করে ফিরেছে জীবন
স্মৃতির দুয়ারে জখম;
হারাতে চেয়ে ফিরেছি আবার
চেনা সুর রঙে পেখম।
———————–
বয়সচোরা পাখি
———————–
প্রথম থেকে একইরকম দেখছি তোমার ছবি;
প্রাণোচ্ছ্বল ও সজীব-সতেজ রক্তরাঙা রবি।
বয়স যেন সংখ্যা মাত্র তোমার তবে কতো?
অসম ধ্যান করো নাকি সময় পাও যতো!
যত্ন করে রত্ন সাজো দেখে আমার আঁখি;
দিবানিশি হাওয়ায় ওড়ো বয়স-চোরা পাখি!
তেইশ বছর এক তাগড়া যুবক মোহন তোমার হাসি;
মায়ায় মাখা মুখটি তোমার, তীব্র ভালোবাসি।
নানারকম ভাবনা ভাবি মনটা ভবঘুরে;
অবুঝ মনে আমার তবু হাজার প্রশ্ন ঘুরে।
বয়স তোমার হার মেনেছে বসন্তের ওই সাজে;
বাড়বে সময় কমবে তুমি মহৎ মন্দ কাজে।
ফাগুন-প্রেমে আগুন হয়ে জ্বলবে আমার বুকে;
ভেতর-ঘরে আলো রেখো, স্বপ্ন রেখো চোখে।
মনের পরেও মন রয়েছে চোখের মাঝে দেখা;
মানবগাড়ি প্রবলভাবে কাম-বাসনায় একা।
এসব থেকে দূরে থেকো একটি কথা রেখো;
যার জন্যে আছ ভবে তারেই শুধু দেখো।
————————–
মেঘের মতো ঢাকে
————————–
দুইটা লাইন লিখো তুমি
আমার জন্য শুধু।
আকাশ এঁকো লেখার ফাঁকে
থাকে যেন ধুধু!
তোমার চোখে ভেসে থাকে
স্বপ্নগানে তারা,
আমার বুকে বাজে তবু
ব্যথার সুরে সারা।
দিনে তুমি রাতে তুমি
সবক্ষণ ই দেখি
চুপি চুপি আসো নীড়ে
কথায় ফুল ঝুড়ি।
বন্ধু তুমি ধূসর যেন
স্মৃতির মাঝে থাকে,
তোমার পথে হারাই আমি
মেঘের মতো ঢাকে।