কলমেঃ মোঃ নাজমুল হুদা
================
মা! আমার কি দোষ ছিল? একটু বলো না,
আমি কি তোমার কাছে ভালোবাসা
পাওয়ার উপযুক্ত ছিলাম না?
নাকি ছিলাম তোমার কাছে -
ডাস্টবিনের ময়লা আবর্জনা?
মা! একটিবারের জন্য বলো না?
ভালোবাসা যদি না-ই দিতে পারো
তবে আনলে কেনো ধরায়?
মুখখানি মোর দেখেও তবু
পড়লে না মোর মায়ায়?
কেনো আনলে আমায় তুমি ভবে,
অন্যের শয্যা সঙ্গিনী হয়ে?
কেনোই বা ফেলে দিলে আমায় আস্তাকুঁড়ে,
কলঙ্কিত হওয়ার ভয়ে?
ফেলেই যখন দিবে আমায়
ধরলে কেন পেটে?
প্রয়োজন পূরণ হতেই, ফেলে আসলে-
নারীর বাঁধন কেটে!?
শত স্বপ্ন নিয়ে জন্মে ছিলাম আমি
যা ছিল রঙের তুলিতে আঁকা।
তবে কেন আজ কুরে কুরে খাচ্ছে আমায়
পোকামাকড় আর পিপীলিকা?
ওহে জগতবাসী! শুধু আমার মাই নয়!
তার মতো আছে অনেক আরো।
তাদেরকে সঠিক পথের দিশা দিও
যদি তোমরা তা করতে পারো।