কলমেঃ এম এ লতিফ
তুমি চাঁদ নও
তবু চাঁদের আলোর চেয়ে বেশি সুন্দর,
সে তুমি আমার মা,আমার স্বর্গ দুয়ার,
আমি খুঁজে পাই পৃথিবীতে
চাঁদের আলোর চেয়েও সুন্দর তোমাতে,
পৃথিবীর কষ্টগুলো আমায় স্পর্শ করতে পারে না
আঁচল দিয়ে ঢেকে রাখো তোমার ছায়াতে!
বিশ্ব ধরার এই পৃথিবীতে যতো কিছু আছে সুন্দর
তার চেয়েও আরও বেশি সুন্দর আমার মায়ের অন্তর,
দেখেনি কোথাও এতো সুন্দর ধরনীর ধরাতলে
যা পেয়েছি আমার গর্ভধারণী মায়ের কোলে,
মা আমার স্বর্গ সুখ
পেয়েছি সব সুখ মায়ের আঁচলে!
মা তুমি আমার জান্নাত
আল কোরআনে আছে আয়াত,
সে কোরআনের আয়াত জেনে তোমাকে মানি,
মা তোমার পদতলে স্বর্গ সুখ
মহান আল্লাহ করেছেন হুকুম, আমি জানি,
এই পৃথিবীর আলো ছায়া দেখালে মাগো তুমি,
জীবন দিয়ে তোমায় ভালোবাসি আমি
মাগো তুমি আমার গর্ভধারণী,
তুমি চাঁদ নও, চাঁদের চেয়েও সুন্দর
তুমি ছাড়া অন্য কিছু সুন্দর নাহি মানি!