বাঁচাও বাঁচাও
উৎসর্গঃ নির্যাতনের শিকার সকল বোনদের।
সন্ধ্যা নামতে নামতেই-
ওদের পায়ের আওয়াজ শুনা যায়,
ওরা আসে দলবেঁধে চতুর্দিক হতে,
আমার চোখের সামনেই ওরা চুষে খায় বোনের
ঠোঁট গাল নাভিমূল নিতম্বের চারপাশ!
নিমিষেই ক্ষতবিক্ষত করে দেয় বোনের উর্বর দেহ!
আমি দাঁড়িয়ে রই মূর্তির ন্যায় নির্বাক নিশ্চুপ।
রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে ওদের সংখ্যা,
ভেসে আসে বোনদের ভয়াল আত্মচিৎকার!
বাঁচাও…বাঁচাও…বাঁচাও…!
ওরা মানুষ নয়
বাতাসে বারুদের ঝাঁঝালো গন্ধ,
যে দিকে চোখ যায় শুধু ধংশস্তুপ,
ওরা লাল রঙ ভালোবাসে,
তাইতো রক্তের বন্যায় হলি খেলে,
ওরা মানুষ নয়-
ওরা শিয়াল শকুন শ্বাপদ সংকুল।
ওরা সভ্যতার বড় দুশমন,
মুসলিম নিধনে ওরা নেমেছে নানা কৌশলে,
ব্যবহার করছে প্রযুক্তির সব রসদ,
ভঙ্গ করছে যুদ্ধ বন্ধের শত চুক্তি,
ওরা অমানুষ, নেই হুঁশ,
একত্ববাদের দোষে দোষী হয়ে শহীদ হচ্ছে শতপ্রাণ,
কোথায় আছো ওগো ওমর আলী ওসমান,
আজ মুসলমানের দুঃখে কাঁদছে ধরণী সমীর আসমান।
উৎসর্গঃ প্রিয় ফিলিস্তিনের মাজলুম ভাই-বোনদের।