বসন্তের ভ্রমরা
==========
বসন্তের ভ্রমরা গুলো ছুটছে,
নানান ফুলে ফুলে।
ফুল বাগিচায় ফুলের উপর,
যাচ্ছে উড়ে উড়ে।
বসন্তের ছোঁয়ায় গাছে গাছে,
ফুটেছে কতো ফুল।
বসন্তের হাওয়ায় ফুলগুলো সব,
দুলছে দুল৷ দুল।
বসন্তের ফুল বাগান মুখরিত,
রঙ বেরঙের ফুল।
গোলাপ জবা বেলি রজনীগন্ধা,
হাসনা হেনা বকুল।
লাল সাদা কালো আরও,
হলুদের সমারোহ।
বসন্তের ছোঁয়ায় প্রজাপতিও,
ছুটছে অহ রহ।
মধু আহরণ করে তারা,
প্রজাপতি ভ্রমরা মিলে।
গুণ গুণ করে গাইছে গান,
আর খাচ্ছে মধু গিলে।
-----------------------
বই মেলাতে যাও
-----------------------
বই মেলাতে খোকা খুকুরা
তোমরা সবাই যাও।
হেলায় হেলায় সময় তোমরা,
নষ্ট কর না ফাও।
বই মেলাতে আসবে এবার,
নতুন নতুন বই।
নতুন লেখক নতুন কবি,
পরিচিত মোরা হই।
বই মেলাতে আসবে শত সহস্র
দেশি বিদেশি বই।
স্টল গুলো সব ঘুরে দেখি,
দারন মজা লই।
বই মেলাতে ছেলে বুড়ো,
সবাই মিলে যাও।
হেলায় হেলায় অকারণে,
সময় নষ্ট কর না ফাও।
--------------------------
একুশেরর অবদান
--------------------------
একুশ আমার গর্ভে ভরা,
একুশ মায়ের সুখ।
একুশ মায়ের মিষ্টি ভাষা,
একুশ মায়ের দুখ।
একুশ হলো বটের ছায়া,
বুনো পাখিদের নীড়।
একুশ প্রতিশোধের আগুন,
একুশ উঁচু করে শির।
একুশ শত শহীদের রক্ত
ঢালা রাজ পথ।
একুশ হলো ভাষার তরে,
জীবন দেয় ছালাম বরকত।
একুশ মায়ের সিক্ত আচল.
একুশ গোলাপ ফুল।
একুশ হলো রজনীগন্ধা,
হাওয়ায় দুল দুল।
একুশ মানে বাংলা ভাষা,
একুশ মায়ের দান।
রক্ত ঢেলে রাখবো মোরা
একুশের এই অবদান।
========
স্বার্থ ছাড়া
========
স্বার্থ ছাড়া এই দুনিয়ায়
কেউ হয় না আপন।
স্বার্থ হলে পর মানুষও
হয় যে তোমার আপন।
স্বার্থ ছাড়া পাশে বসার
এমন কেউ নাই।
স্বার্থ হলে পর বন্ধুটাও,
মায়ের পেটের ভাই।
স্বার্থের তরে মানুষগুলো,
অমানুষ হয়ে যায়।
স্বার্থ ছাড়া কেউ আসে না,
তুমি যখন অসহায়।
স্বার্থের লোভে মিষ্টি মধুর
দারুণ কথা কয়।
স্বার্থ ছাড়া এই দুনিয়ায়,
কেউ কাহারো নয়।
---------------------------------
বই মেলাতে যাবে খোকা
---------------------------------
গাল ফুলিয়ে আছে খোকা,
কয় না কথা সে।
বই মেলাতে যাবে খোকা,
ধরলো বায়না যে।
খোকা যাবে বাবার সাথে ,
শহরের বই মেলাতে।
নতুন গল্প নতুন কবিতা,
ছবি রঙ বেরঙের।
বই মেলাতে আড্ডা দিতে,
দারুণ মজা লাগে।
হেলায় সময় না কাটিয়ে
বই মেলায় যাও আগে।
বাবার সাথে বই মেলাতে,
ঘুরছে খোকা বেশ।
ছবি ছড়ার বই নিয়ে খোকা,
ফিরলো বাড়ি শেষ।
-------------------------------------
বাংলা মোরে শিখালো কথা
-------------------------------------
বাংলা মোরে শিখালো কথা,
মায়ের মুখের বুলিতে।
বাংলা মোরে শিখালো ছবি,
আঁকিতে রঙ তুলিতে।
বাংলা মোরে শিখিয়ে দিলো,
সত্য কথা বলিতে।
বাংলা মোরে শিখিয়ে দিলো,
অন্যায় প্রতিবাদ করিতে।
বাংলা মোরে শিখিয়ে দিলো,
মাথা নত না করিতে।
বাংলা মোরে শিখিয়ে দিলো,
ন্যায়ের পথে চলিতে।
বাংলা মোরে শিখিয়ে দিলো,
অ আ ই ঈ পড়িতে।
বাংলা মোরে শিখিয়ে দিলো,
ক খ গ ঘ ১ ২ ৩ লিখিতে।
বাংলা মোরে শিখিয়ে দিলো,
ভাষার মান রাখিতে।
বাংলা মোরে শিখিয়ে দিলো,
বাংলা ভাষার গর্ব করিতে।