দেশটা একটা স্বাধীন দেশ
———————————–
দেশটা একটা স্বাধীন দেশ।
তোমার আমার দেশ।
ভালোবাসা দিয়ে আমি
এই দেশেতে থাকি।
সবুজ ঘেরা গাঁ নিয়ে,
দেশের ছবি আঁকি।
দেশটা স্বাধীন তবে,
মানুষ নয়তো স্বাধীন।
স্বাধীন দেশের মানুষ তবে,
হয়েছে তারা পরাধীন।
মাঠে ময়দানে পথে ঘাটে,
নাই কোথাও শান্তি।
সকাল বিকাল রাত দুপুরে
শুধুই দেখি অশান্তি।
কেউ শোনে না কারো কথা,
বোঝে না কেউ মনের ব্যথা।
সব খানেতেই গন্ডগোল।
যেথায় সেথায় হট্টগোল।
কেউ ভাবেনা দেশকে নিয়ে,
বিবেক বুদ্ধি বিবেচনায়।
নিজের স্বার্থ হাসিল করতে
দিন রাত লড়াই করে চলে।
—————————
রমজান অতি উত্তম
—————————
রমজান অতি উত্তম মাস,
নাজিল হয়েছে কোরান।
হাজার মাসের শ্রেষ্ঠ মাস,
হলো যে মাহে রমজান।
দানখয়রাতের সের মাস,
পবিত্র মাস মাহে রমজান।
বেশি বেশি ইবাদত করি,
সদা সর্বদা সৎ পথে চলি।
ন্যায়ের পক্ষে কথা বলি,
অন্যায় কে এড়িয়ে চলি।
খারাপ হতে বিরত থাকি,
আলোর পথে মোরা ডাকি।
সবার মাঝে ভাব জমাই
গরিবেরে ভালোবাসবো।
অনাথ এতিম অসহায়ের,
সাহায্যের হাত বাড়িয়ে দিব।
স্বাগতম হে মাহেরমজান,
স্বার্থক হউক হে রমাদান।
রহমত নাজাত মাগফিরাত,
করিবেন খোদা রহমতদান।
—————————-
রমজানের ফজিলত
—————————-
রমজানে রোজা রাখে,
সত্য কথা বলে।
অসৎ পথে যায় না তো,
সঠিক পথে চলে।
অন্যায়ের ধার ধারে না,
ন্যায় কাজ করে।
গরীব দুঃখীর সাহায্যে,
হাত এগিয়ে ধরে।
অনাহারীর মুখে যারা,
খাবার তুলে দেয়।
রমজানের রহমত সে,
সবার আগে নেয়।
নামাজ পড়ে রোজা রাখে,
রমজান এই মাসে।
রমজানের ফজিলতগুলো,
তার কাছে ভাসে।
পাড়া প্রতিবেশীর বিপদে,
য়ারা পাশে আসে।
সেই জনে সুখী মানুষ,
খুশি মনে হাসে।
——————–
ফাগুনের ফুল
——————–
ফুল বাগিচায় ফাগুন মাসে,
ধরে নানা ফুল।
ফাগুনের হাওয়ায় হাওয়ায়,
দুলছে দুল দুল।
অলি গুলো উড়ছে আজি,
নতুন ফুলে ফুলে।
প্রজাপতিরাও তারি সাথে,
উড়ছে দুলে দুলে।
কোকিল ডাকে ফাগুন মাসে,
গাছের ডালে ডালে।
খোকা খুকুরাও সুর মিলায়,
কোকিলের তালে তালে।
ফাগুন মাসে ফুলে ফুলে,
ধরে নতুন মধু।
ফাগুন মাসে মৌমাছিরা,
মধু খায় তারা শুধু।