মা কে যারা ভালোবাসে
মা' কে যারা ভালোবাসে,
থাকে মায়ের কাছে।
অসুখ বিসুখ সব কাজেতে,
বসে মায়ের পাশে।
সুখ দুঃখ আরাম আয়েশ,
মায়ের কথা শুনে।
জগতজুড়ে শ্রেষ্ঠ সেবক,
মায়ের কাছে বুনে।
মা' কে যারা ভালোবাসে,
করে মায়ের সেবা।
এই দুনিয়ায় এমন সেবক,
পাবে কোথাও কেবা?
মায়ের সেবা পরম সেবা,
ভাগ্যে জোটে কার?
মা' কে ভালোবাসে যেই,
ভাগ্যে জোটে তার।
মায়ের সেবায় এগিয়ে এলে,
সুখ মেলে যে কত।
সন্তানের সেবা পেলে মা,
দোয়া করে সে তত।
ঈদের খুশি নতুন জামা
ঈদের খুশি ঘনিয়ে আসছে,
মায়ের চিন্তা বাড়ছে।
ঈদের মাঠে যাবে খোকা,
নতুন জামা সে চাইছে।
নতুন জামা পড়বে খোকা,
হাসি খুশি মনে।
ঈদের মাঠে যাবে খোকা,
সহপাঠীদের সনে।
মায়ের চিন্তা বাড়ছে আরো,
ঘনিয়ে আসছে ঈদ।
নতুন জামা না পেলে খেকা,
গাইবে না ঈদের গীত।
চিন্তা বাড়ে গরীব মায়ের,
অবুঝ খোকার জন্য।
ঈদের খুশিতে থাকলে খোকা,
মায়ের জীবন ধন্য।
তাই ভাবিয়া মায়ের দুচোখ,
গড়িয়ে পড়ে অশ্রু।
নতুন জামা না পাড়লে দিতে,
ভাববে আমায় শত্রু।
মা জননী দিনে রাতে,
করে কঠোর পরিশ্রম।
ঈদের খুশি নতুন জামা,
ধন্য হলো মায়ের শ্রম।
সরিষা ক্ষেতের হলুদ ফুল
সরিষা ক্ষেতের হলুদ ফুল,
দুলছে হাওয়ায় দুল দুল।
গোটা ক্ষেত ছেয়েছে হলুদ,
পেয়েছে শোভা অপরুপ।
সারাদিন মান ভোমরা গুলো
হলুদ ফুলে বেড়ায় ঘুরে।
সরিষা ফুলের সুবাস বিতে,
ভোমরা গুলো বেড়ায় উড়ে।
সরিষা ক্ষেতের হলুদ ফুলে,
ভোমরা গুলো উড়ে চলে।
হলুদ ফুলের মধু খেয়ে,
ফুলের উপর ঘুমিয়ে পরে।
প্রজাপতিরাও রঙ বেরঙের,
সেজেগুজে ডানা মেলে।
পাখিদের মতো হলুদ ফুলে,
দল বেঁধে খেলা খেলে।
দেশটা ছিলো ভালো
দেশটা ছিলো সাজা গোজা,
দেশটা ছিলো ভালো।
দেশটা ছিলো শান্তি প্রিয়।
দেশটা সোনার আলো।
কৃষক শ্রমিক কামার কুমার,
ছিলো সবাই সুখে।
মিলেমিশে ছিলো সবাই,
হাসি ছিলো মুখে।
কর্ম কাজে ছিলো বিজি,
অর্থ উপার্জনো।
ঝগড়া বিবাদ করতো নাতো,
কভু কাহারো সনে।
দেখছি তবে দেশটা এখন
নেই তো আর ভালো।
কোথ থেকে এক শকুন এসে,
দেশ টা করলো কালো।
খুন খারাপি যেথায় সেথায়,
বাড়ছে অহরহ।
চুরি ডাকাতি ছিনতাইয়ে,
ভয়ে মানুষ জড়সড়।
পথে ঘাটে নাই নিরাপদ,
সকাল দুপুর রাত।
হঠাৎ সময় মানুষ এখন,
হয়ে যায় কুপোকাত।
সব সময়ে মানুষ তবে,
থাকে ভয়ে ভয়ে।
কোন সময় যে কোন বিপদ,
আনবে ডেকে বয়ে।
একাত্তরেে বীর সেনারা যুদ্ধ করে
বাংলাদেশটাকে আনে।
বুনো শকুনের দল এদেশটাকে,
বার বার আঘাত হানে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
যত আছি ভাই।
অরাজকতা ঠেকাতে আজ,
ঐক্য গড়ি তাই।