ঈদের খুশি শ্রদ্ধা ভালোবাসা
নীল আকাশে সন্ধ্যা বেলায়,
উঠলো খুশির চাঁদ।
খোকা খুকু করে কোলাহল,
আনন্দ আর উল্লাস।
ঈদ মোবারক ঈদ মোবারক,
ঈদ মোবারক ঈদ।
গায়ের খোকা খুকু ওরা,
গাইছে ঈদের গীত।
ঈদের খুশি নতুন জামা,
নতুন জুতা পরে।
সারাদিন মান বেড়াই ঘুরে
হৈ-হুল্লোড় করে।
বাড়ীর পাশে গরীব দুঃখী,
অনাথ এতিম ভাই।
ঈদের খুশি ভাগাভাগি,
করবো এমন তাই।
ফিরনি খাব সেমাই খাব,
আরো খাব পায়েস।
মণ্ডা মিঠাই খাবো আরো,
মিটাাই মনের আয়েশ।
শিশু পার্কে, নদীর তীরে,
বনে বাদারে আজ।
ঈদের খুশি মাতবো মোরা,
নাইতো মোদের কাজ।
ঈদের দিন ভোর বেলাতে,
উঠবো ঘুম থেকে।
ঈদের শুভেচ্ছা জানান দিবো
আমরা ডেকে ডেকে।
বাবা মা আর দাদা দাদীকে,
করবো ছালাম মোরা।
ঈদের দিন শ্রদ্ধা ভালোবাসা,
সবার আগে পায় যেন তারা।
ঈদ আসলে মায়ের কষ্ট
ঈদ আসলে গরীব মায়ের,
কষ্ট বাড়ে খুব।
কষ্টে চাপা হৃদয় খানি,
থাকে চুপ চুপ।
ঈদ আসলে অবুঝ খোকা,
চাইবে নতুন জামা।
কেমনে কিনবে নতুন জামা,
উত্তর নাই মা' র জানা।
ঈদের মাঠে যাবে খোকা,
নতুন জামা পরে।
তাই বুঝিয়া খোকার মনে,
আনন্দ যে ধরে।
পরের বাড়িতে কাজ করে,
গরীব খোকার মা।
কষ্টে কাটে মাস বছর দিন,
অভাব মায়ের যায় না।
নতুন জামা কেনার মতো,
সাধঢ় নাই তো মায়ের।
কঠোর পরিশ্রম মা করে তবুও
দুঃখ ঘুচে না আয়ের।
মা জননী বসে বসে,
ভাবনা শুধু ভাবে।
নতুন জামা কিনলে খোকার,
মায়ের কষ্ট যাবে।
ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস
ছাব্বিশে মার্চ জাতীয় দিবস,
স্বাধীনতার দিন।
অগ্নিঝরা মার্চের এ দিনটি,
হৃদয় গাঁথা চিন।
ছাব্বিশে মার্চ স্বাধীনতার দিন,
বঙ্গবন্ধুর ডাক।
এক ডাকতে তাজা রক্ত ঢালে,
বাঙালি ত্রিশ লাখ।
দুই লাখ মা বোন সম্ভ্রম দিল,
এই বাঙলার তরে।
সেই স্মৃতি আগলে রাখে,
হৃদয়ে ধারণ করে।
বিশ্বের বুকে মাথা উঁচু করে,
বাঙালিরা নিয়েছে ঠাঁই।
ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস,
মোরা আজও ভুলি নাই।
মশার জ্বালা
মশার জ্বালায় এই শহরে,
যায় না থাকা ঘরে।
মশার কামড়ে আজকাল,
মানুষ ডেঙ্গু হয়ে মরে।
মশার উৎপাত বাড়ছে অতি,
ঘরে ডোবা নালায়।
শান্তি করে যায় না ঘুমানো,
ডেঙ্গু মাশার জ্বালায়।
কানের কাছে ভনভন করে
ঘুরে মশার ঝাঁক।
মশার কামড় অসস্থি আর,
হচ্ছে তারা হতবাক।
মশা থেকে সাবধানে,
আমরা থাকি সবাই।
ঘুমনোর আগে ভালো করে,
মশারি টা খাটাই।
যাকাত দান
বুঝে শুনে দাও যাকাত,
ও মুসলমান ভাই।
সঠিক যাকাত দিলে তুমি,
নেকি পাবে তাই।
যাকাত দিলে কমে না ধন,
বরকত বাড়ে আরও।
সোনা দানা টাকা পয়সা,
দাও যাকাত তারও।
চল্লিশ টাকায় এক টাকা,
একশো টাকায় আড়াই।
জমি জায়গা গহনাগাটির,
যাকাতের হাত বাড়াই।
হাজারে দেই পঁচিশ টাকা,
মিলিয়নে পঁচিশ শত।
বিলিয়নে পঁচিশ হাজার,
ট্রিলিয়নে পঁচিশ লক্ষ।
খাস দিলে সঠিক হিসেবে,
যাকাত দেই তবে।
গরিব মিসকিনে দিলে যাকাত,
বরকত পূর্ণ হবে।