ঈদ আসে ধনীর ঘরে
ঈদ আসে ধনীর ঘরে,
অনেক দামী হয়ে।
নতুন নতুন পোশাক কিনে,
খুশির জোয়ার বয়ে।
ঈদের মাঠে যায় গরীব,
ছেরা পীরান পরে।
ধনীরা পরে নতুন পোশাক,
মনে খুশি খুশি ধরে।
ধনীর অনেক টাকা আছে,
কিনে কতো কিছু।
গরীব দুঃখীর নাই টাকা,
ছুটে ধনীর পিছু পিছু।
ধনীর অনেক টাকা আছে,
খায় কোরমা পোলাও।
গরীরের নাই টাকা পয়সা,
মনটা কেনো পোড়াও?
মা সর্ব শ্রেষ্ঠ ধন
মায়ের মতন মায়া কেহ,
দেয় না এই দুনিয়ায়।
মায়ের মতন আদর কেহ,
পায় না এই দুনিয়ায়।
মায়ের স্নেহ ভালোবাসা
দেবে এই দুনিয়ায় কেবা?
মায়ে মতন মা আছে যেন,
এই দুনিয়ায় যে বা।
সোহাগ ভরা মমতা ভরা,
মায়ের ছোট্ট একটা মন।
মা হলো এই দুনিয়ার,
সবার কাছে সর্ব শ্রেষ্ঠ ধন।
মায়ের গল্প
মায়ের কাছে এই দুনিয়ায়,
আছে সবার কুল।
মায়ের সাথে এই দুনিয়ায়,
নাই তো কোনো তুল।
মায়ের আদর স্নেহ মমতা,
দারুণ আসে সুখ।
মায়ের সোহাগ ভালোবাসায়,
নাই তো কোনো দুখ।
মায়ের বুকে মাথা রেখে,
গল্প শুনি কতো।
পঙ্খিরাজ আর রাজকন্যার,
আছে গল্প যতো।
মায়ের মুখের গল্প শুনে,
স্বপ্ন জাগায় খুব।
মা জননী গল্প শুনায়,
শুনে করি আমি চুপ।
বৈশাখী মেলা
হারিয়ে যাচ্ছে বৈশাখী মেলা,
হয় না আর লাঠি খেলা।
গায়ের ছেলে বুড়ো ঘুরাত লাঠি,
দেখতে যেতে করি নাই হেলা।
বৈশাখ মাসে আসলে মেলা,
আনন্দ উল্লাস করি খেলা।
হরেক রকমের আসিতো দোকানি,
নাড়ু মোয়া, বাতাসা,তেতুল চাটনি।
মাটির পুতুল, মাটির ব্যাংক,
হাতি ঘোড়া আর বাঘ ভাল্লুক।
বৈশাখী মেলা দেখিতে লোকেরা,
আসিত দুর দুরান্তর কত মুল্লুক।
ফাগুনের প্রকৃতি
ফাগুন মাসে কৃষ্ণচুড়া
ফুটে রক্ত লাল।
রুপ লাবণ্যের ছোয়ায়,
আসে বসন্তকাল।
ফাগুন মাসে ফুল বাগিচায়,
গোলাপ জবা বেলি
রজনীগন্ধার হাসনা হেনা,
ফুটে আরও চামেলি।
ফাগুন মাসে আকাশ থাকে
নীল রঙের আভা।
ফাগুন মাসে ফুল ফুটে
প্রজাপতি উড়ে যাবা?
বাঁকা পথ ছাড়ো বন্ধু
বাঁকা পথ ছাড়ো বন্ধু,
সোজা পথে চলো।
সোজা পথে চল্লে হবে,
সব কিছুতে ভালো।
সোজা পথে চল্লে তাতে
নাইতো কোনো আপদ।
বাঁকা পথে যাবো না আর,
করি সবাই এবার শপথ।
সোজা পথে নাইতো ভয়,
নাই তো কোনো ভীতি।
সোজা পথে চল্লে বাড়ে,
সৌহার্দ্য আর সম্প্রীতি।
রূপের দেশের ভীড়ে
চারি দিকে সবুজ শ্যামল,
দারুণ ভালো দেশ।
আঁকাবাঁকা নদী বয়ে গেছে,
রুপের নাইকো শেষ।
গায়ের পথে চলে গিয়েছে,
মেঠো আল পথ।
খোকা খুকু বেড়ায় ঘুরে,
নাই তো তার রধ।
ক্ষেতের পর ক্ষেত চলছে,
সবুজের ঢেউ খেলে।
পাখিরা উড়ে নীল আকাশে,
দুটো ডানা মেলে।
পাল তুলে নৌকা চলে,
ছোট নদীর তীরে।
তাই না দেখে যাই হারিয়ে,
রুপের দেশের ভীড়ে।