শীতকালে শীত লাগে খুব
———————————-
শীতকালে শীত লাগে খুব,
মানে না কোন বাঁধা।
ক্ষেত খামারে নদী বন পাহাড়,
শীত লাগায় খুব ধাঁধা।
খুব সকালে চাষী শ্রমিক,
চলে ক্ষেত খামারে।
হাড় কনকনে শীতে কাপে,
শীত তবুও না ছাড়ে।
চারিদিকে সবুজ ঘেরা,
পাখ পাখালির দেশ।
সকাল বিকাল হয় গত তবুও,
শীত হয় না শেষ।
শীতকালে শীত লাগে খুব,
ঘরে আর বাহিরে।
খোকা খুকু সবাই মিলে,
ঘরে আয় তোরা ফিরে।
——————————
সুখ ছাড়ে না দুঃখকে
——————————
সুখ চায় যখন একা থাকতে,
একা থাকতে সুখ পারে না।
দুঃখ এসে জড়িয়ে ধরে,
সুখকে সে আর ছাড়ে না।
সুখ বলে ও’ রে দুঃখ ভাই,
আমি সুখের বাড়ি যেতে চাই।
সুখের ঘরে সুখী হয়ে আমি,
জীবন টাক গড়তে যে চাই।
দুঃখ বলে শোনো সুখ ভাই,
তোকে ছাড়া কেমনে যাই?
তার চেয়ে চল আমার ঘরে,
সুখ দুঃখ বাঁচবো যে তাই।
———————–
প্রজাপতির বিয়ে
———————–
প্রজাপতি ডানা মেলে
উড়ছে ফুলে ফুলে।
গুণ গুণ করে গাইছে গান,
উড়ছে দুলে দুলে।
প্রজাপতি রঙ বেরঙের,
পড়েছে শাড়ি আজ।
মৌমাছিরাও এসেছে সেথা,
জুড়েছে তারা নাচ।
প্রজাপতির বিয়ে নিয়ে,
চলছে আলোচনা।
গুলবাগিচার ফুলগুলো সব
করছে আনাগোনা।
দোয়েল কোয়েল এলো সবাই
বসলো আসন পেতে।
তাদের সাথে ভ্রমরা আর মৌ,
বসলো এবার খেতে।