০১- বই মেলার বই
=============
চলো চলো চলো সবাই,
বই মেলায় যাই।
বাড়ির যতো ছেলে বুড়ো,
আছে যত সাগাই।
বই মেলাতে ঘুরে ফিরে,
কিনবো নতুন বই।
নতুন গল্প নতুন ছড়া,
নতুন করে মজা লই।
বই মেলার প্রতিটি স্টল,
আমরা ঘুরে দেখি।
একটা করে বই কিনে,
ব্যাগের মধ্যে রাখি।
গরিব মেধাবী ছাত্র ছাত্রী,
মোদের সহপাঠী।
তাদের মাঝে বই বিলিয়ে,
হই যেন ওদের সাথী।
প্রিয়জনকে ভালোবেসে,
বই উপহার দেই।
মিষ্টির প্যাকেটের সাথেও
একটি বই মেলার বই নেই।
০২- দোয়েল পাখির নাচ
=================
দোয়েল মোদের জাতীয় পাখি,
লোকালয়ে থাকে।
গাছের ডালে বসে দোয়েল,
শীষ দেয় আর ডাকে।
দোয়েল পাখির তীক্ষ্ণ ঠোঁট,
সরু দুটি ঠ্যাং।
লেজ উঁচিয়ে নাচে দোয়েল,
নাচে ঢ্যাং ঢ্যাং।
দোয়েল ডাকে কিচিরমিচির,
পাতার ফাঁকে ফাঁকে।
এদিক সেদিক ঘুরে ফিরে,
ফড়িং পোকা দেখে।
ফড়িং পেলে মহা খুশি
টপ করে ধরে ফেলে।
খুশি মনে খায় দোয়েল,
গোটা গোটা গিলে ফেলে।
পাড়ার যত খোকা খুকু,
সব জুটেছে আজ।
দোয়েল পাখির দেখবে নাচ,
সেরেছে তারা সকল কাজ।
০৩- ভালোবাসা দিয়ে
===============
ভালোবাসা দিয়ে কবিতা লিখি,
দুঃখ দিয়ে নয়।
হাসি খুশি দিশে কবিতা লিখি,
কান্না দিয়ে নয়।
মমতা দিয়ে কবিতা লিখি,
কষ্ট দিয়ে নয়।
দরদ দিয়ে কবিতা লিখি,
বিদ্বেষ দিয়ে নয়।
কাছাকাছি বসে কবিতা লিখি,
দুরে ঠেলে দিয়ে নয়।
কবিতা লিখি ভেদাভেদ ভুলে,
সব জলাঞ্জলি দিয়ে।
ভালোবাসা দিয়ে কবিতা লিখি,
আপন মনে লিখি।
পর কে আপন করে নিয়ে মোরা,
ভালোবাসতে শিখি।