০১- বাংলাকে ভালোবাসি মোরা
বাংলাতে জন্মেছি আমি,
বাংলাতেই থাকি।
বাংলার প্রকৃতি নিয়ে,
সুখের ছবি আঁকি।
বাংলার মাঠ বাংলার ঘাট,
বাংলার সবুজ বন।
বাংলার নদী বাংলার সাগর,
ভরে যায় এই মন।
বাংলার ফুল বাংলার ফল,
বাংলার শত পাখি।
বাংলার গাছে গাছে বসে,
করে ডাকা ডাকি।
বাংলার আকাশ বাংলার বাতাস,
বাংলার সুনির্মল ঘ্রাণ।
বাংলার মুক্ত শীতল হাওয়ায়,
জুড়ায় মন ও প্রাণ।
বাংলার ক্ষেতে কৃষক ফলায়,
সবুজ সোনার ফসল।
বাংলাকে ভালোবাসি মোরা,
কথা এই খাঁটি আসল।
০২- ইতিহাস কথা বলে
ইতিহাস কথা বলে
ইতিহাস যায় না চলে।
ইতিহাস নেয় না বিদায়,
ইতিহাস ঘুরে আসে।
তুমি যদি ইতিহাস কে,
রাখো মনের গহিনে।
ইতিহাসও রাখিবে তোমাকে,
তাহার হৃদয়ের কোনে।
ইতিহাস যায় না ভুলে।
ইতিহাস তোমাকে নেয় তুলে।
পূর্ব ঘটনা বলীর চিহ্ন,
ইতিহাস বলে মনে রেখো,
আবার পূর্ণরায় দেখা হবে।
০৩- ফাগুন মাসে
ফাগুন মাসে মনটা বড়,
লাগে ফাগুন ফাগুন।
ফাগুন মাসে ভ্রমণগুলো,
বেড়ায় উড়ে দারুণ।
ফাগুন মাসে ফুলে ফুলে,
ভরে যায় বাগান।
ফুলের মধু খায় তারা,
গায় আবার গুণগান।
ফাগুন মাসে হাওয়া বয়,
সারাদিন মান ধরে।
ফাগুন মাসে বসন্ত আসে,
কোকিল গান করে।