(রোজা মাসে রাখি রোজা)
ঈশান কোণে চাঁদ উঠেছে
আসলো খুশির রোজা।
দান খয়রাত করো বেশি,
কমবে পাপের বোঝা।
ন্যায় নীতি চলো মেনে,
সত্য কথা বলো্
অসৎ পঢ ছেড়ে দিয়ে
সৎ পথে চলো।
হিংসা বিদ্বেষ লোভ লালসা,
ভুলে যাই আজ সব।
মিলেমিশে থাকবো মোরা,
খুশি হবেন অই রব।
রোজা রাখি নামাজ পড়ি,
ভালো কাজ করি।
অপরের ব্যাথায় যেন আমি,
ব্যাথিত হয়ে পড়ি।
রোজা মাসে গরীব দুঃখীদের
সবাই সাহায্য করি।
তাদের ভালোবাসা নিয়ে,
এই সমাজটাকে গড়ি।
(ভোর বেলাতে সূর্য উঠে)
ভোর বেলাতে সূর্য উঠে,
পাখি ডাকে খুব।
পাখির ডাকে খোকা খুকুর
ভেঙে যায় যে ঘুম।
ভোর বেলাতে সূর্য উঠে,
কৃষক শ্রমিক জাগে।
গরু মহিষ গোহাল হতে,
মাঠে লয়ে যায় আগে।
কৃষক কৃষাণী ক্ষেতের কাজ
করে যায় সারাদিন।
উঠান পারে খুকমনি নাচে,
তাক ধিনা ধিন ধিন।
ভোর বেলাতে মা জননী,
বানায় হরেক পিঠা।
ভোর বেলাতে গরম পিঠা,
খেতে দারণ লাগে মিঠা।
(ফাগুন মাসে খোকা যাবে)
ফাগুন মাসে খোকা যাবে,
ছোট মামার বাড়ি।
তাই তো খোকা গাল ফুলিয়ে,
দিয়েছে এবার আড়ি।
ফাগুন মাসে মামার বাড়ির,
পাকে কত বাউ কুল।
ফাগুন মাসে সোনা রোদে,
দেখতে বড়ো টুল টুল।
ফাগুন মাসে মামার বাড়ি,
ডাকে কোকিল পাখি।
ফাগুন মাসে সরিষা ক্ষেতে,
হলুদে মাখা মাখি।
ফাগুন মাসে ফুলে ফুলে
উড়ে বেড়ায় মৌ।
ফাগুন মাসে ঘোমটা দিয়ে
চলে সোনা বউ।