ঈদের ঘুরাঘুরি
ঈদ আসলে আনন্দ করি,
করি ঘুরাঘুরি।
বনে বাদারের ঘুরি ফিরি,
ঘুরি মামার বাড়ি।
ঈদ আসলে আনন্দ করি,
উঠে রৈ রৈ।
পাড়ার যত খোকা খুকু,
করি হৈ চৈ।
বাবা মা ভাই বোন নিয়ে,
যাই বেড়াতে দুরে।
ঈদের আনন্দ ভাগাভাগি,
দেব না তো ছুড়ে।
গরীব দুঃখী এতিম অসহায়,
নেব মোদের সাথে।
ঈদ মোবারক ঘুরাঘুরি,
রাখবো তাদের পাশ।
মা মানে
মা মানে হাসির ঝলক,
স্নেহ ভালোবাসা।
মা মানে মমতাময়ী যেন,
সকল সুখের আশা।
মা মানে সংসারের ভার,
থাকে মায়ের কাছে।
মা মানে সকল দায়িত্ত্ব,
তার কাছে আছে।
মা মানে বিপদ আপদ,
ধৈর্য ধারণ করে।
মা মানে ঝর তুফান,
বুকে সাহস ধরে।
মা মানে ভালো চালাক,
মা নয়তো বোকা।
মায়ের শুনলে পরে,
মানুষ হবে খোকা।
নামাজ পড়ি
আজান দিলে মসজিদে যাই,
ও মুসলমান ভাই।
ওযু করে নামাজ পড়ি,
সময় মতন তাই।
কায়মন বাক্যে নামাজ পড়ি,
সত্য পথে সদাই চলি।
মিথ্যা কথা বলি না কভু,
সত্য সঠিক কথা বলি।
কাজের আগে নামাজ পড়ি,
নামাজের পরে কাজ।
সকল কাজের আগে এসে,
নামাজ পড়ি যে আজ।
নামাজ পড়ে দুআ করি,
হে রহিম রহমান।
মোর গুনাহ সব মাফ করে দাও,
তুমি বড়ো মহান।