হলুদ সরিষার ক্ষেত
=============
বাড়ির পাশে সরিষার ক্ষেত,
হলুদ ফুলের শোভা।
হাওয়ায় হাওয়ায় ফুলগুলো সব,
হলুদ রঙের ডোবা।
যতদুর চোখ জুড়ে যায়,
হলুদের সমারোহ।
এমন রঙের দৃশ্য দেখে,
মন ফিরে না কাহারো।
মাঠ ভরা সরিষা ক্ষেতে,
ভোমরা উড়ে চলে।
মৌ মাছিরা আর প্রজাপতিরাও,
মনের কথা যায় ব'লে।
হলুদ ফুলের মধু খেয়ে ওরা,
হলুদে ঘুমিয়ে পরে।
ছোট পাখিরাও বেড়াতে আসে,
হলুদ সরিষার ক্ষেতে।
--------
ক্ষমা
--------
ক্ষমা একটি মহৎ গুণ,
নাই তুলনা কোনো।
ক্ষমা করে দেন যে জন,
তিনি মহৎ যেনো।
ক্ষমা অতি সাধারণ বিষয়,
সহজ ভাবে নেই।
ক্ষমার মধ্যে থাকে বেঁচে,
মহান ব্যক্তি সেই।
মনের মধ্যে হিংসা বিদ্বেষ,
সব ভেদাভেদ ভুলে।
ক্ষমা করে দিয়ে তারে,
বুকে টেনে নেই তুলে।
--------------
অনাথ এতিম
--------------
ছোটকালে মরলো বাবা,
মা-ও বেঁচে নাই।
এই দুনিয়ায় আমায় দেখার,
কে আছে ভাই?
জন্মের পরে আমার বাবা,
আমায় ছেড়ে যায়।
কয়দিন পরে মা জননীও,
আমায় রেখে যায়।
আমি হলাম ছোট্ট খোকা,
হলাম আমি বোকা।
এই সমাজের কিছু মানুষ,
দেয় শুধু যে, ধোকা।
আপন বলতে কেউ রইলো না,
আমি অনাথ অসহায়।
পথে পথে বেড়াই ঘুরি আমি,
হয় না কেহ সহয.।
বাবা নাই, মা, নাই,
নাই তো কেহ আপন।
এই বয়সে অনাথ এতিম,
করি জীবন যাপন।