(প্রতিবাদে প্রস্তুত হই)
চুপ থাকতে বল্লে যদি,
আমি থাকি চুপ।
আমি চুপ থাকলে ঘটনা,
নেয় যে অন্য রুপ।
তোমার মনে যা ইচ্ছে,
তাই করবে তুমি।
হাত গুটিয়ে থাকবো বসে
আমি চুপি চুপি?
তুমি আমার ক্ষতি করবে,
দেখবো চেয়ে আমি?
একটি কথাও বলবো না,
কেমন করে ভাবি?
তুমি আমায় বাসলে ভালো,
আমিও বাসবো ভালো।
তুমি আমাকে কাদালে তবে,
আমিও তোমায় কাঁদাবো।
ভেবো নাকো কখনো তুমি,
আমি অত বোকা নই।
আমার উপর আসলে আঘাত
প্রতিবাদে প্রস্তুত হই।
(বসন্তের ছোঁয়ায়)
বসন্তের ছোঁয়ায় ফুল বাগিচায়,
ফুটলো হরেক ফুল।
বসন্তের ছোঁয়ায় ভ্রমরাগুলো,
আনন্দে তারা হয়েছে মশগুল।
বসন্তের ছোঁয়া গাছে গাছে,
ঝরে যায় সব পাতা।
বসন্তের ছোঁয়ায় কোকিলের গান,
লিখছে কবি গানের খাতা।
বসন্তের ছোঁয়ায় ঋতু রাজের,
ফুটেছে গোলাপের রাণী।
নব যৌবনের উম্মদনায় প্রস্ফুটিত,
ভ্রমরের গান গুণাগুণাণী।