(ঈদের শুভেচ্ছা)
দুর আকাশে উঠলো চাঁদ,
ত্রিশ রোজার শেষে।
ঈদের খুশি ফিরলো এবার,
বড্ড হেসে হেসে।
ধনী গরিব কৃষক শ্রমিক,
সবার মাঝে যা-ই।
ঈদের খুশি আনন্দ টা,
ওদের আগে বিলাই।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব,
প্রবীণ বৃদ্ধ যারা।
ঈদের খুশি শুভেচ্ছা ছালাম,
পায় যেন তাঁরা।
ঈদ মোবারক ঈদ মোবারক,
ঈদ মোবারক ঈদ।
ধনী গরিব এতিম অসহায়,
গাইবো ঈদের গীত।
(স্বাধীনতা তুমি অক্ষত অম্লান)
স্বাধীনতা তুমি অনেক দামী,
রক্ত দিয়ে কেনা।
বাঙালির হৃদয়ে আছো তুমি
হাজার বছরে চেনা।
স্বাধীনতা তুমি লাল সবুজের
একটি পতাকা আঁকা।
স্বাধীনতা তুমি বাঙলা মায়ের
আঁচল বিছিয়ে থাকা।
স্বাধীনতা তুমি একাত্তরের,
লড়াই আর সংগ্রাম।
স্বাধীন তুমি বিশ্বের মানচিত্রে,
চির অক্ষত ও অম্লান।