চাঁদ উঠলেই কালকে ঈদ
চাঁদ উঠলেই কালকে ঈদ,
গাইছে সবাই ঈদের গীত।
ভোর বেলাতে ব্যস্ত সবাই,
খাবো মোরা ফির্ন্নি সেমাই।
নতুন জামা কাপড় পরে,
প্রতিবেশী স্বজন সঙ্গে করে।
সব ভেদাভেদ ভুলে গিয়ে,
এক কাতারে নামাজ ধরে।
শত্রু মিত্র কোলাকুলি আজ,
ভুলে যাই হিংসা বিদ্বেষ।
ধনি গরীব মিলে সবাই,
ঈদের খুশি মিটাই আমেশ।
চাঁদ উঠলেই কালকে ঈদ,
খোকা খুকু গাইছে গীত।
সবার মাঝে ঈদের শুভেচ্ছা,
ঈদ মোবারক বইছে ঈদ।
স্বাধীন আশা ছাড়তে
একাত্তরে লড়েছিল মানুষ,
স্বাধীনতার জন্য।
ইচ্ছে মতো চলা ফেরা,
নয়তো কোন অন্য।
স্বাধীন ভাবে চেয়েছে চলতে
স্বাধীন কথা বলতে।
স্বাধীন ভাবে বাঁচতে চেয়ে,
স্বাধীন ভাবে মরতে।
স্বাধীন আশা করতে গিয়ে,
স্বাধীন আশা ছাড়তে।
স্বাধীন দাবি করতে গিয়ে
রক্তের কোলে ঢলতে।
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।