ঈদের পরশ লাগুক সবার
ঈদ মানে হাসি খুশি,
ঈদ হচ্ছে আনন্দ।
ধনী গরিব নয় ভেদাভেদ,
সবার মাঝে অনন্ত।
ঈদ হচ্ছে আমার তোমার,
ঈদ হচ্ছে সবার।
খোকা খুকু ছেলে বুড়ো,
আনন্দ হউক আবার।
ঈদ মানে ময় অহংকার,
নয় তো কারোর গর্ব।
রাজা বাদশাহ ফকির মিসকিন,
ঈদ করে না কভু খর্ব।
ঈদ মানে নয়তো ঘৃণা,
ঈদ ভালোবাসা।
ঈদের পরশ লাগুক সবার,
এই তো মোর আশা।
ফাগুন এসেছে বসন্ত এসেছে
ফাগুন এসেছে বসন্ত এসেছে,
শীত কালের শেষে।
রক্ত লাল কৃষ্ণ চুড়া এবার,
উঠলো ফুটে হেসে।
ভনে বাদারে গাছের ডালে,
কোকিল ডাকে বসে।
কোকিলের ডাক শুনে ঘুঘু,
মনের সুখে নাচে।
ফাগুন এসেছে বসন্ত এসেছে,
আনন্দের ঢেউ বেয়ে।
ফাগুন মাসে বসন্ত এসেছে
ভ্রমরেরাও গান গেয়ে।
ফাগুন এসেছে বসন্ত এসেছে
গোলাপের শুভেচ্ছা নিয়ে।
ফাগুন এসেছে বসন্তের ছোঁয়ায়,
ভালোবাসার পরশ দিয়ে।